গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার সকালে কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আলপনা আক্তার। তিনি মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে ভ্যানে করে কারখানায় কাজে যাচ্ছিলেন আলপনা আক্তার (২২)। পথে জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচাপায় আলপনা আক্তারের মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে সড়কে কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। এ কারণে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে শ্রমিকদের বুঝিয়ে ও বিচারের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি সৈয়দ রাফিউল আরও বলেন, দ্যাটস ইট নিট কারখানার কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে আজ কারখানা ছুটি ঘোষণা করে এবং নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার সকালে কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আলপনা আক্তার। তিনি মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে ভ্যানে করে কারখানায় কাজে যাচ্ছিলেন আলপনা আক্তার (২২)। পথে জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচাপায় আলপনা আক্তারের মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে সড়কে কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। এ কারণে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে শ্রমিকদের বুঝিয়ে ও বিচারের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি সৈয়দ রাফিউল আরও বলেন, দ্যাটস ইট নিট কারখানার কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে আজ কারখানা ছুটি ঘোষণা করে এবং নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
১৩ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
১৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২০ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে