গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার সকালে কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আলপনা আক্তার। তিনি মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে ভ্যানে করে কারখানায় কাজে যাচ্ছিলেন আলপনা আক্তার (২২)। পথে জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচাপায় আলপনা আক্তারের মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে সড়কে কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। এ কারণে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে শ্রমিকদের বুঝিয়ে ও বিচারের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি সৈয়দ রাফিউল আরও বলেন, দ্যাটস ইট নিট কারখানার কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে আজ কারখানা ছুটি ঘোষণা করে এবং নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের কাশিমপুর জিরানী বাজার এলাকায় বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার সকালে কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আলপনা আক্তার। তিনি মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে ভ্যানে করে কারখানায় কাজে যাচ্ছিলেন আলপনা আক্তার (২২)। পথে জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচাপায় আলপনা আক্তারের মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে সড়কে কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। এ কারণে কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে শ্রমিকদের বুঝিয়ে ও বিচারের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি সৈয়দ রাফিউল আরও বলেন, দ্যাটস ইট নিট কারখানার কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে আজ কারখানা ছুটি ঘোষণা করে এবং নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৭ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৩০ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
৪৩ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে