Ajker Patrika

করোনায় সচেতনতা বাড়াতে মসজিদে মসজিদে পুলিশের প্রচারণা 

প্রতিনিধি, কিশোরগঞ্জ
করোনায় সচেতনতা বাড়াতে মসজিদে মসজিদে পুলিশের প্রচারণা 

কিশোরগঞ্জ জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে এবং সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধ করতে সমগ্র জেলায় মসজিদে মসজিদে গিয়ে প্রচারণা চালাচ্ছে পুলিশ। 

প্রতি শুক্রবার জেলার ১৩টি থানার বিভিন্ন এলাকার মসজিদের জুমা'র নামাজের খুতবার আগে সচেতনতামূলক বক্তব্য রাখেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক (তদন্ত), তদন্ত কেন্দ্রের ইনচার্জ, বিট অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। 

তারা মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরেন এবং সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান।

পুলিশের এই মসজিদ ভিত্তিক সচেতনতামূলক প্রচারণার বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ আজকের পত্রিকাকে বলেন, 'দেশে গত বছর করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে এ দুর্যোগে মানুষের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে করোনাভাইরাস সংক্রমণ খুবই সংকটজনক পরিস্থিতি তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। আর এই মেসেজটি জনসাধারণের মাঝে গুরুত্বের সঙ্গে পৌঁছে দিতে কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রতিটি বিটে মসজিদভিত্তিক প্রচারণা অব্যাহত রয়েছে এবং এটি অব্যাহত থাকবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত