ঢাবি সংবাদদাতা
ঈদের আগে গেজেটভুক্ত করার এবং যোগদান নিশ্চিতের দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত অফিসাররা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানান তাঁরা।
মানববন্ধনে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গেজেট-বঞ্চিত ক্যাডার সৈকত বিশ্বাস বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জানুয়ারির শুরুতেই আমরা পুনরায় আবেদন করেছি। কিন্তু তারপর আড়াই মাস চলে গেল। এত দিনে আর কোনো ফল পাইনি। আমরা এই মানববন্ধন থেকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেন দ্রুত আমাদের গেজেট প্রকাশ এবং যোগদান নিশ্চিত করা হয়।
শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গেজেট-বঞ্চিত ক্যাডার আফসানা পারভীন বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের দুই-তিন কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের আশা দেখিয়েছিল। তারা বলেছিল, তিন ধরনের অপরাধে অভিযুক্তদের ছাড়া সবাইকে অন্তর্ভুক্ত করবেন। ফৌজদারি, রাষ্ট্রদ্রোহিতা ও বিশ্ববিদ্যালয় বহিষ্কারাদেশ—এ তিন অপরাধে অপরাধীদের ছাড়া সবাইকে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘আমরা আশা নিয়ে ছিলাম। এর মধ্যে অনেকটা সময় চলে গেছে। কিন্তু মন্ত্রণালয় এ ব্যাপারে আর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই, ঈদের আগেই যেন আমাদের গেজেটভুক্ত করে যোগদানের সুযোগ করে দেওয়া হয়। আমরা এই ঈদটা মনের আনন্দ নিয়ে উদ্যাপন করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা কোনো আন্দোলন করছি না। কর্তৃপক্ষকে মনে করিয়ে দিচ্ছি। অনেক দিন তারা আমাদের আশা দিয়ে রেখেছে। সেই আশা পূরণের কথা মনে করিয়ে দেওয়ার জন্য এই মানববন্ধনে দাঁড়িয়েছি।’
মানববন্ধনে গেজেট-বঞ্চিত ক্যাডারদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘বৈষম্যের ঠাঁই নাই, ইদের আগে গেজেট চাই’, ‘গেজেটেই যুক্তি, গেজেটেই মুক্তি’, ‘আর নয় সময়ক্ষেপণ, চাই গেজেটের বাস্তবায়ন’, ‘গেজেট এবার না দিলে, ইদ হবে চত্বরে’ ইত্যাদি লেখা দেখা যায়।
গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর, পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এই গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।
ঈদের আগে গেজেটভুক্ত করার এবং যোগদান নিশ্চিতের দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত অফিসাররা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানান তাঁরা।
মানববন্ধনে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গেজেট-বঞ্চিত ক্যাডার সৈকত বিশ্বাস বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জানুয়ারির শুরুতেই আমরা পুনরায় আবেদন করেছি। কিন্তু তারপর আড়াই মাস চলে গেল। এত দিনে আর কোনো ফল পাইনি। আমরা এই মানববন্ধন থেকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেন দ্রুত আমাদের গেজেট প্রকাশ এবং যোগদান নিশ্চিত করা হয়।
শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গেজেট-বঞ্চিত ক্যাডার আফসানা পারভীন বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের দুই-তিন কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের আশা দেখিয়েছিল। তারা বলেছিল, তিন ধরনের অপরাধে অভিযুক্তদের ছাড়া সবাইকে অন্তর্ভুক্ত করবেন। ফৌজদারি, রাষ্ট্রদ্রোহিতা ও বিশ্ববিদ্যালয় বহিষ্কারাদেশ—এ তিন অপরাধে অপরাধীদের ছাড়া সবাইকে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘আমরা আশা নিয়ে ছিলাম। এর মধ্যে অনেকটা সময় চলে গেছে। কিন্তু মন্ত্রণালয় এ ব্যাপারে আর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই, ঈদের আগেই যেন আমাদের গেজেটভুক্ত করে যোগদানের সুযোগ করে দেওয়া হয়। আমরা এই ঈদটা মনের আনন্দ নিয়ে উদ্যাপন করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা কোনো আন্দোলন করছি না। কর্তৃপক্ষকে মনে করিয়ে দিচ্ছি। অনেক দিন তারা আমাদের আশা দিয়ে রেখেছে। সেই আশা পূরণের কথা মনে করিয়ে দেওয়ার জন্য এই মানববন্ধনে দাঁড়িয়েছি।’
মানববন্ধনে গেজেট-বঞ্চিত ক্যাডারদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘বৈষম্যের ঠাঁই নাই, ইদের আগে গেজেট চাই’, ‘গেজেটেই যুক্তি, গেজেটেই মুক্তি’, ‘আর নয় সময়ক্ষেপণ, চাই গেজেটের বাস্তবায়ন’, ‘গেজেট এবার না দিলে, ইদ হবে চত্বরে’ ইত্যাদি লেখা দেখা যায়।
গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর, পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এই গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।
মামলা করতে আসা নারীর কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে সদর থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
২ মিনিট আগেআশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ী খুন ও ডাকাতি ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেখুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর জখম হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতি বাজারে ঘটনাটি ঘটে। আহত চাচাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় ভাইপোকে ধরে স্থানীয়রা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
১২ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় রায়হান (১১) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার গৌরীপাশা এলাকার রিয়াজ ইটভাটাসংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে