Ajker Patrika

পরীক্ষায় অকৃতকার্য, রাজউক উত্তরা মডেল কলেজের ২৩ শিক্ষার্থীকে টিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৯: ৫০
পরীক্ষায় অকৃতকার্য, রাজউক উত্তরা মডেল কলেজের ২৩ শিক্ষার্থীকে টিসি

পরীক্ষায় ফেল করায় ২৩ শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কর্তৃপক্ষ। তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণির নয়জন, সপ্তম শ্রেণির একজন এবং বাকিরা নবম শ্রেণির শিক্ষার্থী।

কলেজ সূত্রে জানা যায়, এসব শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। পরে দুই সপ্তাহ ক্লাস করিয়ে রি-টেস্ট নেওয়া হলে সেখানেও তারা অকৃতকার্য হয়। এরপর তাদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত ৩০ ডিসেম্বর রাজউক উত্তরা মডেল কলেজ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। এরপর সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকেরা সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেন। এরই মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন নথি থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। 

এদিকে ২৩ শিক্ষার্থীকে টিসি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা ঢাকা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন সরকারি সংস্থায় যোগাযোগ করে অভিযোগ করেছেন। 

নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক জানান, করোনা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস হলেও শিক্ষার্থীদের ক্ষতি পূরণ হয়নি। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পেছনে যদি শিক্ষার্থীর দায় থাকে, তাহলে স্কুলেরও দায় আছে। তারা এ দায় এড়াতে পারে না। 

এ বিষয়ে জানতে চাইলে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমাদের সশরীরে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষকেরা নিয়মিত অনলাইন ক্লাস নিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষায় সব বিষয় বাদ দিয়ে শুধু বাংলা, ইংরেজি ও অঙ্ক বিষয়ের ওপর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী ফেল করায় দুই সপ্তাহ বিশেষ ক্লাস করিয়ে রি-টেস্ট নেওয়া হয়। সেই পরীক্ষায় ফেল করাদের ৬০ শতাংশ পাস করলেও ২৩ জন ফেল করায় তাদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত