নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাংস ব্যবসায়ী খলিলুর রহমান খলিলকে হত্যার হুমকি ও চাঁদা দাবির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুইজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবী রিমান্ড মঞ্জুর করেন।
দুই আসামি হলেন মো. নুরুল হক ও মোহাম্মদ ইমন। নুরুল হক আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় ডিশ ও ইন্টারনেটের ব্যবসা করেন। ইমন তার সহযোগী হিসেবে কাজ করতেন।
বিকেলে এই দুইজনকে আদালতে হাজির করে শাহজাহানপুর থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা থানার এসআই ওমর ফারুক তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের বিমান মঞ্জুর করেন।
আদালতের শাজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর দুইজনকে রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার রাতে দুইজনকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে র্যাব-৩ ও র্যাব-৪-এর একটি দল। গতকাল রোববার শাহজাহানপুর থানায় সোপর্দ করা হয়।
খলিলুর রহমান শাহজাহানপুর এলাকায় ‘খলিল গোশত বিতান’ নামে মাংসের দোকান দিয়ে ব্যবসা করেন। কম দামে মাংস বিক্রি করায় খলিলুর রহমান ও ন্যায্যমূল্যে মাংস বিক্রেতাদের বিভিন্নভাবে হুমকি দেন মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা। ১৮ জানুয়ারি খলিলকে ফোন করে ২৫ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। এ ছাড়া কম দামে মাংস বিক্রি করলে তাকে ও তার ছেলেকে দুদিনের মধ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি খলিলুর রহমান শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি ও বাদীকে গুলি করে হত্যার হুমকি দিয়েছিলেন। এছাড়া পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যবসায়ীদরে টার্গেট করে মোবাইলে হত্যার হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন বলে স্বীকার করেন তারা।
প্রাথমিক তদন্তে দুই আসামির ঘটনায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটন, ধৃত আসামিদের সহযোগী ও পলাতক আসামিদের গ্রেপ্তার, অপরাধী চক্র শনাক্তসহ ঘটনার মূল রহস্য উদঘাটন এবং বাদীকে হুমকি দেওয়া মোবাইল এবং সিম উদ্ধারের জন্য আসামিদের পুলিশ হেফাজতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে সাতদিন রিমান্ড প্রয়োজন।
মাংস ব্যবসায়ী খলিল তার ‘খলিল গোশত বিতানের’ মাধ্যমে গত বছর ১৯ নভেম্বর থেকে ৫৯৫ টাকায় প্রতি কেজি মাংস বিক্রি শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যা ব্যাপকভাবে সাড়া ফেলে। এরপর আরও কিছু ব্যবসায়ী প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি শুরু করেন।
২২ ডিসেম্বর ভোক্তা অধিদপ্তর মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন বৈঠক করে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয়।
মাংস ব্যবসায়ী খলিলুর রহমান খলিলকে হত্যার হুমকি ও চাঁদা দাবির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুইজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবী রিমান্ড মঞ্জুর করেন।
দুই আসামি হলেন মো. নুরুল হক ও মোহাম্মদ ইমন। নুরুল হক আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় ডিশ ও ইন্টারনেটের ব্যবসা করেন। ইমন তার সহযোগী হিসেবে কাজ করতেন।
বিকেলে এই দুইজনকে আদালতে হাজির করে শাহজাহানপুর থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা থানার এসআই ওমর ফারুক তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের বিমান মঞ্জুর করেন।
আদালতের শাজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর দুইজনকে রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত শনিবার রাতে দুইজনকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে র্যাব-৩ ও র্যাব-৪-এর একটি দল। গতকাল রোববার শাহজাহানপুর থানায় সোপর্দ করা হয়।
খলিলুর রহমান শাহজাহানপুর এলাকায় ‘খলিল গোশত বিতান’ নামে মাংসের দোকান দিয়ে ব্যবসা করেন। কম দামে মাংস বিক্রি করায় খলিলুর রহমান ও ন্যায্যমূল্যে মাংস বিক্রেতাদের বিভিন্নভাবে হুমকি দেন মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা। ১৮ জানুয়ারি খলিলকে ফোন করে ২৫ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। এ ছাড়া কম দামে মাংস বিক্রি করলে তাকে ও তার ছেলেকে দুদিনের মধ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি খলিলুর রহমান শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি ও বাদীকে গুলি করে হত্যার হুমকি দিয়েছিলেন। এছাড়া পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যবসায়ীদরে টার্গেট করে মোবাইলে হত্যার হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন বলে স্বীকার করেন তারা।
প্রাথমিক তদন্তে দুই আসামির ঘটনায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটন, ধৃত আসামিদের সহযোগী ও পলাতক আসামিদের গ্রেপ্তার, অপরাধী চক্র শনাক্তসহ ঘটনার মূল রহস্য উদঘাটন এবং বাদীকে হুমকি দেওয়া মোবাইল এবং সিম উদ্ধারের জন্য আসামিদের পুলিশ হেফাজতে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে সাতদিন রিমান্ড প্রয়োজন।
মাংস ব্যবসায়ী খলিল তার ‘খলিল গোশত বিতানের’ মাধ্যমে গত বছর ১৯ নভেম্বর থেকে ৫৯৫ টাকায় প্রতি কেজি মাংস বিক্রি শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যা ব্যাপকভাবে সাড়া ফেলে। এরপর আরও কিছু ব্যবসায়ী প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি শুরু করেন।
২২ ডিসেম্বর ভোক্তা অধিদপ্তর মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন বৈঠক করে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয়।
২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
২৮ মিনিট আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
৭ ঘণ্টা আগে