Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু বকর সিদ্দিক নামের পুলিশের এক সহকারী-উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বকর সিদ্দিক নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর জেলা সদরে।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে গাড়ি কিংবা চালককে আটক করা যায়নি। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকামুখী লেনে মোটরসাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিলেন এএসআই আবু বকর সিদ্দিক। এ সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান। ওই গাড়ি দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত