গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
স্ত্রীর তালাকের নোটিশের বিষয়ে জানতে নিজের বাসায় যেতে বললেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার পারিবারিক বিষয়। এ বিষয়ে জানতে হলে আমার কক্ষে বসে আমার কথা শুনতে হবে।’
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাহাঙ্গীর আলম। সেখানে তিনি সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাঁর মা জায়েদা খাতুন উপস্থিত ছিলেন।
এ সময় গাজীপুরের সাবেক এই মেয়র বলেন, ‘আমার মা বলেছেন, আমার ছেলের ওপর অন্যায় করা হয়েছে। আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে মা হিসেবে আমি বিচার করব। গাজীপুরের জনগণ আছে, তারা বিচার করবে। এ জন্য আমার মা প্রতিবাদ হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। আমার মা বলেছেন, তুমি আজমত উল্লাহর ভোটে যাবে না। তুমি আমার ভোটে থাকবে। এ কারণে আমি আমার মায়ের পাশে আছি। আমি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে, দল বা নৌকার বিরুদ্ধে না।’
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা জায়েদা খাতুন মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। তিনি প্রতিবাদ স্বরূপ এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি চাই মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী সকল বিষয় যেন জানতে পারেন। সত্য প্রতিষ্ঠা করতেই আমি মায়ের পাশে দাঁড়িয়েছি। আমি যেকোনো সময় হারিয়ে যেতে পারি। তবে যতক্ষণ আছি, ততক্ষণ সত্য প্রতিষ্ঠা করতে কাজ করে যাব।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘আমার প্রতি ন্যায়বিচার করা হয় না। প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম। এসে দেখি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যড়যন্ত্রের বিষয়ে দলের সিনিয়র নেতা-কর্মীদের জানিয়েছিলাম। তাঁরা কেউ প্রধানমন্ত্রীকে বলেছেন কিনা আমার জানা নেই। আমাকেও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে দেওয়া হয়নি।’
অভিযোগ করে জাহাঙ্গীর বলেন, ‘আপনারা জানেন, তিন বছর দায়িত্ব পালন করার পর গাজীপুরের কোনো মানুষ বা মন্ত্রণালয় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। শুধু অন্য জেলার লোকজন কিছু অবজেকশন দিয়েছে। সেই অবজেকশনের পরিপ্রেক্ষিতে আমার মেয়র পদ স্থগিত করা হয়েছে। আদালত বলেন আর পেশি শক্তি বলেন—সবখানেই পক্ষপাতিত্ব। তবু আমি নির্বাচিত মেয়র হয়েছিলাম পাঁচ বছরের জন্য। কিন্তু আমাকে আর বসতে দেওয়া হয়নি।’
স্ত্রীর তালাকের নোটিশের বিষয়ে জানতে নিজের বাসায় যেতে বললেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার পারিবারিক বিষয়। এ বিষয়ে জানতে হলে আমার কক্ষে বসে আমার কথা শুনতে হবে।’
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাহাঙ্গীর আলম। সেখানে তিনি সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাঁর মা জায়েদা খাতুন উপস্থিত ছিলেন।
এ সময় গাজীপুরের সাবেক এই মেয়র বলেন, ‘আমার মা বলেছেন, আমার ছেলের ওপর অন্যায় করা হয়েছে। আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে মা হিসেবে আমি বিচার করব। গাজীপুরের জনগণ আছে, তারা বিচার করবে। এ জন্য আমার মা প্রতিবাদ হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। আমার মা বলেছেন, তুমি আজমত উল্লাহর ভোটে যাবে না। তুমি আমার ভোটে থাকবে। এ কারণে আমি আমার মায়ের পাশে আছি। আমি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে, দল বা নৌকার বিরুদ্ধে না।’
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা জায়েদা খাতুন মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন। তিনি প্রতিবাদ স্বরূপ এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি চাই মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী সকল বিষয় যেন জানতে পারেন। সত্য প্রতিষ্ঠা করতেই আমি মায়ের পাশে দাঁড়িয়েছি। আমি যেকোনো সময় হারিয়ে যেতে পারি। তবে যতক্ষণ আছি, ততক্ষণ সত্য প্রতিষ্ঠা করতে কাজ করে যাব।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘আমার প্রতি ন্যায়বিচার করা হয় না। প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম। এসে দেখি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যড়যন্ত্রের বিষয়ে দলের সিনিয়র নেতা-কর্মীদের জানিয়েছিলাম। তাঁরা কেউ প্রধানমন্ত্রীকে বলেছেন কিনা আমার জানা নেই। আমাকেও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে দেওয়া হয়নি।’
অভিযোগ করে জাহাঙ্গীর বলেন, ‘আপনারা জানেন, তিন বছর দায়িত্ব পালন করার পর গাজীপুরের কোনো মানুষ বা মন্ত্রণালয় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। শুধু অন্য জেলার লোকজন কিছু অবজেকশন দিয়েছে। সেই অবজেকশনের পরিপ্রেক্ষিতে আমার মেয়র পদ স্থগিত করা হয়েছে। আদালত বলেন আর পেশি শক্তি বলেন—সবখানেই পক্ষপাতিত্ব। তবু আমি নির্বাচিত মেয়র হয়েছিলাম পাঁচ বছরের জন্য। কিন্তু আমাকে আর বসতে দেওয়া হয়নি।’
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
৯ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
১১ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি
১৬ মিনিট আগেরাজধানীর উত্তরায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার বিভিন্ন এলাকায় গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত থেকে আজ রোববার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
১৯ মিনিট আগে