নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ঢাকার স্পেন দূতাবাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম ইসমাইল সেরানো গিল (৫০)। তিনি দূতাবাসের অ্যাডমিন পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ শাহিনুর রহমান বলেন, ‘বেলা আড়াইটার দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। তিনি একটি ভবনের ছাদ থেকে পড়ে যান। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।’
নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘ইসমাইল সেরানো গিল স্পেন দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে এর আগে তিনি ওই এলাকায় অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ নিয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন করে অভিযোগও জানিয়েছিলেন। তবে অসুস্থতার কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানায়, নিহত ইসমাইল সেরানো গিল গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর সড়কের দক্ষিণা নামের একটি ৬তলা ভবনের ছাদ থেকে তিনি লাফিয়ে পড়েন। এই ভবনের একটি ফ্ল্যাটে তিনি ভাড়া ছিলেন। তাঁকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে শুনতে পেরেছি। ঘটনাটি গুলশান থানা-পুলিশ তদন্ত করে দেখছে।’
এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ঢাকার স্পেন দূতাবাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম ইসমাইল সেরানো গিল (৫০)। তিনি দূতাবাসের অ্যাডমিন পদে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ শাহিনুর রহমান বলেন, ‘বেলা আড়াইটার দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয়। তিনি একটি ভবনের ছাদ থেকে পড়ে যান। আমাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে।’
নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘ইসমাইল সেরানো গিল স্পেন দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে এর আগে তিনি ওই এলাকায় অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ নিয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ফোন করে অভিযোগও জানিয়েছিলেন। তবে অসুস্থতার কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানায়, নিহত ইসমাইল সেরানো গিল গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর সড়কের দক্ষিণা নামের একটি ৬তলা ভবনের ছাদ থেকে তিনি লাফিয়ে পড়েন। এই ভবনের একটি ফ্ল্যাটে তিনি ভাড়া ছিলেন। তাঁকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে শুনতে পেরেছি। ঘটনাটি গুলশান থানা-পুলিশ তদন্ত করে দেখছে।’
এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে