Ajker Patrika

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে কাজ করবে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক। ছবি: সংগৃহীত
ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক। ছবি: সংগৃহীত

আসন্ন বর্ষার মৌসুমে মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে প্রায় সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ সোমবার সকালে ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে ডিএনসিসির প্রশাসক বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। তাই জনসচেতনতা বাড়াতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। আসন্ন বর্ষার মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ডিএনসিসির সঙ্গে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন।’

প্রশাসক মোহাম্মদ এজাজ আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গণপরিসরগুলোতে মশা নিধনের আধুনিক ফাঁদ স্থাপন করা হবে। একটি নিরপেক্ষ ল্যাবে মশা নিধনে ডিএনসিসির ব্যবহৃত কীটনাশকগুলোর কার্যকারিতাও পরীক্ষা করা হবে।

গোলটেবিল বৈঠকে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত