প্রতিনিধি, রাজনগর(মৌলভীবাজার)
শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন সোলাইমান মোল্লা (৪৫)। গাজীপুরের কোনাবাড়ীতে ভাঙারির ব্যবসা করেন। সারা দিন বিভিন্ন জায়গায় ভাঙারি কেনাবেচা করে বাসায় ফিরছিলেন। হুট করে বিস্ফোরণের শব্দ শুনতে পান, তারপরই সারা শরীরে আগুন লেগে যায়। শ্বাসনালিসহ শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে তাঁর।
গাজীপুরের কালিয়াকৈরে গত বুধবার বিকেলে সিলিন্ডারের গ্যাস ছড়িয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের অধিকাংশই সোলাইমানের মতো পথচারী। ওই ঘটনায় দগ্ধ হয়েছেন নারী-পুরুষ, শিশুসহ ৩৬ জন। তাদের ৩৪ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, দগ্ধদের কারও অবস্থাই শঙ্কামুক্ত নয়।
সোলেমান তাঁর স্ত্রীকে নিয়ে কয়েক বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জীবিকার তাগিদে গাজীপুর এসেছিলেন। স্ত্রী শাপলা কাজ করেন একটি কারখানায়। গতকাল বার্ন ইনস্টিটিউটে কথা হয় শাপলার সঙ্গে। তিনি বলেন, ‘অবস্থা বালো না বাজান। মানুষটার এক পা খাটো। আগুনে পুইড়া হেইডা আরও খাটো হয়া গেছে। দেহার মতো অবস্থা নাই। খালি বাড়িয়ালার দোষে আইজকা আমার স্বামীর এই দশা। বাড়িয়ালার কী বিচার অবো?’
বগুড়ার শিববাড়ির মনসুর পেশায় পোশাককর্মী। তাঁর শ্বাসনালিসহ শরীরের প্রায় সবটুকুই পুড়েছে। খবর শুনে বগুড়া থেকে ছুটে এসেছেন ভাই আবদুল কাদের। তিনি বলেন, ‘এখনো মনসুরকে দেখতে পারি নাই। কী অবস্থা জানি না। ওর আশপাশে যারা ছিল, তাদের কাছে শুনেছি, ইফতারি কিনতে যাওয়ার সময় তার শরীরে সিলিন্ডারের আগুন লাগছে।’
ইফতারের জন্য রুটি বানাচ্ছিলেন নাজমা বেগম। স্বামী আবদুল কুদ্দুস সহযোগিতা করছিলেন। এমন সময় বাড়ির বাইরে শোরগোল শুনে এগিয়ে যান কুদ্দুস। দেখতে পান, ঘরের কাছেই একটি লিক হওয়া গ্যাসের সিলিন্ডার এনে রেখেছেন বাড়ির মালিক। সেটা থেকে গ্যাস বের হচ্ছে, আর অনেক মানুষ ভিড় করে দেখছে। সে দলে যোগ দেন কুদ্দুসও। কিছুক্ষণ পর সারা শরীরে আগুন নিয়ে ঘরে ফেরেন কুদ্দুস।
শরীরে ৮৫ শতাংশ পোড়ার ক্ষত নিয়ে বার্ন ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। তাঁর স্ত্রী নাজমা বলেন, ‘শরীরে আগুন নিয়া আইসা স্বামী আমারে কইতাছে, “আমারে বাঁচা। ফ্রিজের মধ্যে ডিম আছে, বাইর কইরা আমার শরীরে ভাইঙ্গা দে।” ফ্রিজে ১০-১২টা ডিম আছিল। আমি সবডিই ভাইঙ্গা তার গায়ে মাইখা দিছি। একসময় স্বামীর চেহারা দেইহা আমিই ভয় পায়া যাই। এ্যার মধ্যেই কহন জানি আমি বেহুঁশ (অজ্ঞান) হয়া গেছি।’
আবদুল কুদ্দুস, সোলাইমান, মনসুরসহ যাঁরা দগ্ধ হয়েছেন, তাঁদের সবার স্বজনেরা ভিড় করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছয়তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বাইরে। তাঁদের সময় কাটছে চরম উৎকণ্ঠায়। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের প্রধান ডা. প্রদীপ চন্দ্র দাস বলেন, ‘দগ্ধদের পাঁচ-ছয়জন ছাড়া সবার অবস্থাই আশঙ্কাজনক।’
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গতকাল সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের বলেন, দগ্ধ রোগীদের কেউই শঙ্কামুক্ত নয়। মেডিকেল বোর্ড বসিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সবারই শ্বাসনালি পুড়েছে। ছয়জন আইসিইউতে আছে। তাঁদের ৯০ ভাগের বেশি দগ্ধ। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১০ বছর বা তার কম বয়সী ৭ জন এবং ১১ থেকে ১৮ বছর বয়সী ৬ জন। এই ১৩ জনের প্রত্যেকের শরীরের ১০ শতাংশের বেশি পুড়েছে। কারও কারও ৩০ ভাগের বেশি পুড়েছে।
তদন্ত কমিটি গঠন
সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে আগুনের ঘটনায় গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম।
আরও পড়ুন—
শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন সোলাইমান মোল্লা (৪৫)। গাজীপুরের কোনাবাড়ীতে ভাঙারির ব্যবসা করেন। সারা দিন বিভিন্ন জায়গায় ভাঙারি কেনাবেচা করে বাসায় ফিরছিলেন। হুট করে বিস্ফোরণের শব্দ শুনতে পান, তারপরই সারা শরীরে আগুন লেগে যায়। শ্বাসনালিসহ শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে তাঁর।
গাজীপুরের কালিয়াকৈরে গত বুধবার বিকেলে সিলিন্ডারের গ্যাস ছড়িয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের অধিকাংশই সোলাইমানের মতো পথচারী। ওই ঘটনায় দগ্ধ হয়েছেন নারী-পুরুষ, শিশুসহ ৩৬ জন। তাদের ৩৪ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, দগ্ধদের কারও অবস্থাই শঙ্কামুক্ত নয়।
সোলেমান তাঁর স্ত্রীকে নিয়ে কয়েক বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জীবিকার তাগিদে গাজীপুর এসেছিলেন। স্ত্রী শাপলা কাজ করেন একটি কারখানায়। গতকাল বার্ন ইনস্টিটিউটে কথা হয় শাপলার সঙ্গে। তিনি বলেন, ‘অবস্থা বালো না বাজান। মানুষটার এক পা খাটো। আগুনে পুইড়া হেইডা আরও খাটো হয়া গেছে। দেহার মতো অবস্থা নাই। খালি বাড়িয়ালার দোষে আইজকা আমার স্বামীর এই দশা। বাড়িয়ালার কী বিচার অবো?’
বগুড়ার শিববাড়ির মনসুর পেশায় পোশাককর্মী। তাঁর শ্বাসনালিসহ শরীরের প্রায় সবটুকুই পুড়েছে। খবর শুনে বগুড়া থেকে ছুটে এসেছেন ভাই আবদুল কাদের। তিনি বলেন, ‘এখনো মনসুরকে দেখতে পারি নাই। কী অবস্থা জানি না। ওর আশপাশে যারা ছিল, তাদের কাছে শুনেছি, ইফতারি কিনতে যাওয়ার সময় তার শরীরে সিলিন্ডারের আগুন লাগছে।’
ইফতারের জন্য রুটি বানাচ্ছিলেন নাজমা বেগম। স্বামী আবদুল কুদ্দুস সহযোগিতা করছিলেন। এমন সময় বাড়ির বাইরে শোরগোল শুনে এগিয়ে যান কুদ্দুস। দেখতে পান, ঘরের কাছেই একটি লিক হওয়া গ্যাসের সিলিন্ডার এনে রেখেছেন বাড়ির মালিক। সেটা থেকে গ্যাস বের হচ্ছে, আর অনেক মানুষ ভিড় করে দেখছে। সে দলে যোগ দেন কুদ্দুসও। কিছুক্ষণ পর সারা শরীরে আগুন নিয়ে ঘরে ফেরেন কুদ্দুস।
শরীরে ৮৫ শতাংশ পোড়ার ক্ষত নিয়ে বার্ন ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। তাঁর স্ত্রী নাজমা বলেন, ‘শরীরে আগুন নিয়া আইসা স্বামী আমারে কইতাছে, “আমারে বাঁচা। ফ্রিজের মধ্যে ডিম আছে, বাইর কইরা আমার শরীরে ভাইঙ্গা দে।” ফ্রিজে ১০-১২টা ডিম আছিল। আমি সবডিই ভাইঙ্গা তার গায়ে মাইখা দিছি। একসময় স্বামীর চেহারা দেইহা আমিই ভয় পায়া যাই। এ্যার মধ্যেই কহন জানি আমি বেহুঁশ (অজ্ঞান) হয়া গেছি।’
আবদুল কুদ্দুস, সোলাইমান, মনসুরসহ যাঁরা দগ্ধ হয়েছেন, তাঁদের সবার স্বজনেরা ভিড় করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছয়তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বাইরে। তাঁদের সময় কাটছে চরম উৎকণ্ঠায়। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের প্রধান ডা. প্রদীপ চন্দ্র দাস বলেন, ‘দগ্ধদের পাঁচ-ছয়জন ছাড়া সবার অবস্থাই আশঙ্কাজনক।’
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গতকাল সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের বলেন, দগ্ধ রোগীদের কেউই শঙ্কামুক্ত নয়। মেডিকেল বোর্ড বসিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সবারই শ্বাসনালি পুড়েছে। ছয়জন আইসিইউতে আছে। তাঁদের ৯০ ভাগের বেশি দগ্ধ। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১০ বছর বা তার কম বয়সী ৭ জন এবং ১১ থেকে ১৮ বছর বয়সী ৬ জন। এই ১৩ জনের প্রত্যেকের শরীরের ১০ শতাংশের বেশি পুড়েছে। কারও কারও ৩০ ভাগের বেশি পুড়েছে।
তদন্ত কমিটি গঠন
সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে আগুনের ঘটনায় গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম।
আরও পড়ুন—
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
২০ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৩২ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে