গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে কালিয়াকৈরে আব্দুল্লাহ আল মামুন (২০) ও হাফিজুল ইসলাম গাজী (২৫) নিহতের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দুটি হয়। দুই হত্যা মামলায় অজ্ঞাতনামা আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন কালিয়াকৈরের আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং হাফিজুল ইসলাম গাজী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নাওগাঁও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার একটি মিছিল হয়। ওই মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার মাধ্যমে বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হন। ওই হামলায় হাফিজুল ইসলাম গাজীও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ আগস্ট তিনি মারা যান। ওই ঘটনার ১১ মাস পর গতকাল সোমবার (৩০ জুন) রাতে নিহত হাফিজুলের বড় ভাই আবদুল হামিদ গাজী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে গত বছরের ৪ আগস্ট উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। তাঁর মৃত্যুর ১১ মাস পর গতকাল রাতে তাঁর বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাতনামা ৪০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গাজীপুরের কালিয়াকৈরে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের কালিয়াকৈর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে কালিয়াকৈরে আব্দুল্লাহ আল মামুন (২০) ও হাফিজুল ইসলাম গাজী (২৫) নিহতের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দুটি হয়। দুই হত্যা মামলায় অজ্ঞাতনামা আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন কালিয়াকৈরের আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং হাফিজুল ইসলাম গাজী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নাওগাঁও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার একটি মিছিল হয়। ওই মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার মাধ্যমে বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হন। ওই হামলায় হাফিজুল ইসলাম গাজীও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ আগস্ট তিনি মারা যান। ওই ঘটনার ১১ মাস পর গতকাল সোমবার (৩০ জুন) রাতে নিহত হাফিজুলের বড় ভাই আবদুল হামিদ গাজী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে গত বছরের ৪ আগস্ট উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। তাঁর মৃত্যুর ১১ মাস পর গতকাল রাতে তাঁর বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাতনামা ৪০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গাজীপুরের কালিয়াকৈরে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের বোয়ালমারীতে সীমানাপ্রাচীরের ওপরই বহুতল স্কুল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী তিনটি পরিবার। ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগেপাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খয়েরচর পর্যন্ত ২০১৮ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ১১ কিলোমিটার একটি জাতীয় মহাসড়ক তৈরি করে। লক্ষ্য ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নৌপথের দূরত্ব কমানো। সড়কটি তৈরিতে ব্যয় হয় ৯৮ কোটি টাকা। এরপর দফায় দফায় প্রকল্পের নকশা পরিবর্তন ও ব্যয় বৃদ্ধি হয়।
২ ঘণ্টা আগেপোশাক খাতে দেশের অন্যতম রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠান ‘ওয়েল গ্রুপ’। বেকারি পণ্য ও হোটেল ব্যবসায়ও সুনাম রয়েছে গ্রুপটির। বছরে সর্বোচ্চ ১ হাজার ২০০ কোটি টাকা রপ্তানি আয়ের রেকর্ড রয়েছে প্রতিষ্ঠানটির। কর্ণধার আব্দুচ ছালামের শ্রম ও ঘামে তিলে তিলে শূন্য থেকে শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে ওয়েল গ্রুপ।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
৪ ঘণ্টা আগে