Ajker Patrika

গাজীপুরে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৮০০ জনের বিরুদ্ধে দুই হত্যা মামলা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৫, ২২: ৩২
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে কালিয়াকৈরে আব্দুল্লাহ আল মামুন (২০) ও হাফিজুল ইসলাম গাজী (২৫) নিহতের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দুটি হয়। দুই হত্যা মামলায় অজ্ঞাতনামা আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন কালিয়াকৈরের আন্ধারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং হাফিজুল ইসলাম গাজী ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার নাওগাঁও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার একটি মিছিল হয়। ওই মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার মাধ্যমে বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হন। ওই হামলায় হাফিজুল ইসলাম গাজীও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৫ আগস্ট তিনি মারা যান। ওই ঘটনার ১১ মাস পর গতকাল সোমবার (৩০ জুন) রাতে নিহত হাফিজুলের বড় ভাই আবদুল হামিদ গাজী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে গত বছরের ৪ আগস্ট উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। তাঁর মৃত্যুর ১১ মাস পর গতকাল রাতে তাঁর বন্ধু নয়ন মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাতনামা ৪০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গাজীপুরের কালিয়াকৈরে দুজন নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত