Ajker Patrika

ভোট ছাড়া গণতন্ত্র হয় না: বিচারপতি আবদুর রউফ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ২৩
ভোট ছাড়া গণতন্ত্র হয় না: বিচারপতি আবদুর রউফ 

সুষ্ঠু ভোট ছাড়া গণতন্ত্র হয় না। ভোটার ও নির্বাচন কমিশনের মধ্যে তৃতীয় কোনো হাত থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। যত দিন এই দুইয়ের মধ্যে তৃতীয় হাত থাকবে, তত দিন এ দেশে সুষ্ঠু ভোট হবে না। 

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৮৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার।

নির্বাচনের পদ্ধতিগত পরিবর্তন দরকার উল্লেখ করে বিচারপতি রউফ বলেন, সবাই মানুষকে ভোট দেবে, কোনো পার্টিকে নয়। এ রকম হলে দেশে নির্বাচনী সহিংসতা বন্ধ হবে। 

সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র ছাড়া কোনো সুযোগ নাই। তবে তাত্ত্বিক গণতন্ত্র নয়, প্র‍্যাকটিকাল গণতন্ত্র বাস্তবায়ন করতে হবে। আজকে যে গণতন্ত্র নিয়ে স্কুল-কলেজে পড়ানো হচ্ছে, তা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। জনগণের কথা বলা হলেও কোনো ক্ষেত্রেই জনগণকে দাম দেওয়া হয় না। 

সেমিনারে নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী। 

উপস্থাপিত নিবন্ধে বলা হয়, বাংলাদেশকে এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। এখন আর জনগণের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয় না। বর্তমানে গণতন্ত্রের পরিবর্তে একনায়কতন্ত্রের উন্মেষ ঘটেছে। এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে যে স্বল্পসংখ্যক বুদ্ধিজীবী সোচ্চার হয়েছিলেন, তাঁদের মধ্যে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন একজন। 
 
নিবন্ধে আরও বলা হয়, বর্তমানে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ শাসক শ্রেণির স্বার্থ হাসিল করে চলেছেন। পদ-পদবির জন্য এঁরা ক্ষমতাবান ও শক্তিধরকে খুশি রাখতে সর্বশক্তি নিয়োগ করেন। এ অবস্থায়ও কিছুসংখ্যক বুদ্ধিজীবী তাঁদের আদর্শে অবিচল থাকেন। এমাজউদ্দীন আহমদ ছিলেন তাঁদেরই একজন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ড. লুৎফর রহমান, এমাজউদ্দীন আহমদের কন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত