Ajker Patrika

ভাঙ্গায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২১: ৫৩
Thumbnail image

ফরিদপুরের ভাঙ্গায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার আড়ুয়াকান্দির আবু সাঈদের পুত্র মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মোয়াজ্জেমের পুত্র হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সবুজ বাংলা লেগুনার সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লেগুনার ৪ যাত্রী নিহত হন। নিহতদের লাশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনরা এলে পরিচয় নিশ্চিত করে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত