Ajker Patrika

রায়পুরায় ২ গ্রুপের সংঘর্ষে টেঁটা-গুলিতে নিহত ৫, আহত ৩০ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৬: ১৬
Thumbnail image

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আজ বেলা পৌনে ২টা পর্যন্ত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে থাকতে দেখা গেছে। একজনের লাশ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। রায়পুরা থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।’

নিহত ব্যক্তিরা হলেন সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন (৬৫) ও বাদল মিয়া (৪৫) এবং বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫) ও আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)। নিহতরা স্থানীয় সাহেববাড়ি পক্ষের লোক। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আইল্লের বাড়ির হানিফ মাস্টার ও সায়দাবাদ বালুচর সাহেববাড়ির নোয়াব মিয়ার দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাগ্‌বিতণ্ডার জেরে গতকাল রাত ১০টা থেকে রাতভর এবং আজ সকালে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে। এতে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স ঘিরে নিহতদের স্বজন ও উৎসুক মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকারায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রঞ্জন কুমার বর্মণ বলেন, টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নিহত চারজনের লাশ হাসপাতালে রয়েছে। আহত ১৯ জন এখানে চিকিৎসা নিয়েছেন। একজনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত