নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকেরা তাঁদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ডিইপিজেড) এলাকায় শ্রমিকেরা নবীনগর-চন্দ্রা সড়কে বিক্ষোভ করছেন।
অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা হয়ে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, চার বছর আগে লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়। এরপর বেপজা কর্তৃপক্ষ সেই কারখানা দুটির একটি বিক্রি করে দেয়, কিন্তু তারা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি।
শ্রমিকেরা আরও বলেন, চার বছর ধরে বেপজা কর্তৃপক্ষ নানা অজুহাতে তাঁদের ঘোরাচ্ছে। বারবার বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিয়েও তারা দেয়নি। গত ৯ সেপ্টেম্বর বেপজার পক্ষ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু গতকাল সোমবার আবার জানানো হয়, ৩০ নভেম্বরের পর পাওনা পরিশোধ করা হবে। এ কারণে তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
মো. আজাদ নামের এক শ্রমিক বলেন, ‘বারবার আশ্বাস দেওয়ার পরও বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধ না করায় আমরা হতাশ। বাধ্য হয়ে আমরা আজ সড়ক অবরোধ করেছি। ৩০ নভেম্বরের মধ্যে সমুদয় পাওনা পরিশোধের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়ক ব্যবহারকারীরা যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার সড়ক অবরোধ করেছেন। আগেও তাঁরা একই দাবিতে সড়ক অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজও বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে বেপজার জনসংযোগ কর্মকর্তা আনোয়ার পারভেজ আজকের পত্রিকাকে বলেন, করোনাকালীন বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য কাজ করছে বেপজা কর্তৃপক্ষ। অপর কারখানাটি নিলামের মাধ্যমে বিক্রি করার প্রক্রিয়া চলছে। বিক্রি প্রক্রিয়া শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে।
ঢাকার আশুলিয়ায় চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকেরা তাঁদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ডিইপিজেড) এলাকায় শ্রমিকেরা নবীনগর-চন্দ্রা সড়কে বিক্ষোভ করছেন।
অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা হয়ে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, চার বছর আগে লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়। এরপর বেপজা কর্তৃপক্ষ সেই কারখানা দুটির একটি বিক্রি করে দেয়, কিন্তু তারা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি।
শ্রমিকেরা আরও বলেন, চার বছর ধরে বেপজা কর্তৃপক্ষ নানা অজুহাতে তাঁদের ঘোরাচ্ছে। বারবার বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিয়েও তারা দেয়নি। গত ৯ সেপ্টেম্বর বেপজার পক্ষ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু গতকাল সোমবার আবার জানানো হয়, ৩০ নভেম্বরের পর পাওনা পরিশোধ করা হবে। এ কারণে তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
মো. আজাদ নামের এক শ্রমিক বলেন, ‘বারবার আশ্বাস দেওয়ার পরও বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধ না করায় আমরা হতাশ। বাধ্য হয়ে আমরা আজ সড়ক অবরোধ করেছি। ৩০ নভেম্বরের মধ্যে সমুদয় পাওনা পরিশোধের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়ক ব্যবহারকারীরা যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার সড়ক অবরোধ করেছেন। আগেও তাঁরা একই দাবিতে সড়ক অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজও বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে বেপজার জনসংযোগ কর্মকর্তা আনোয়ার পারভেজ আজকের পত্রিকাকে বলেন, করোনাকালীন বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য কাজ করছে বেপজা কর্তৃপক্ষ। অপর কারখানাটি নিলামের মাধ্যমে বিক্রি করার প্রক্রিয়া চলছে। বিক্রি প্রক্রিয়া শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১৮ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
২৩ মিনিট আগে