Ajker Patrika

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৫: ৪০
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ঢাকার আশুলিয়ায় চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকেরা তাঁদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ডিইপিজেড) এলাকায় শ্রমিকেরা নবীনগর-চন্দ্রা সড়কে বিক্ষোভ করছেন।

অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা হয়ে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, চার বছর আগে লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়। এরপর বেপজা কর্তৃপক্ষ সেই কারখানা দুটির একটি বিক্রি করে দেয়, কিন্তু তারা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি।

শ্রমিকেরা আরও বলেন, চার বছর ধরে বেপজা কর্তৃপক্ষ নানা অজুহাতে তাঁদের ঘোরাচ্ছে। বারবার বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিয়েও তারা দেয়নি। গত ৯ সেপ্টেম্বর বেপজার পক্ষ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু গতকাল সোমবার আবার জানানো হয়, ৩০ নভেম্বরের পর পাওনা পরিশোধ করা হবে। এ কারণে তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

মো. আজাদ নামের এক শ্রমিক বলেন, ‘বারবার আশ্বাস দেওয়ার পরও বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধ না করায় আমরা হতাশ। বাধ্য হয়ে আমরা আজ সড়ক অবরোধ করেছি। ৩০ নভেম্বরের মধ্যে সমুদয় পাওনা পরিশোধের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়ক ব্যবহারকারীরা যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার সড়ক অবরোধ করেছেন। আগেও তাঁরা একই দাবিতে সড়ক অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজও বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে বেপজার জনসংযোগ কর্মকর্তা আনোয়ার পারভেজ আজকের পত্রিকাকে বলেন, করোনাকালীন বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য কাজ করছে বেপজা কর্তৃপক্ষ। অপর কারখানাটি নিলামের মাধ্যমে বিক্রি করার প্রক্রিয়া চলছে। বিক্রি প্রক্রিয়া শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত