Ajker Patrika

ওসি সেজে ৭৭১ নারীর সঙ্গে প্রতারণা: ২ দিনের রিমান্ডে আনোয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ২০: ১৩
ওসি সেজে ৭৭১ নারীর সঙ্গে প্রতারণা: ২ দিনের রিমান্ডে আনোয়ার

থানার ওসি পরিচয় দিয়ে ৭৭১ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মো. আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

বিকেলে তাকে আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক নিজাম উদ্দিন আহমেদ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ইশারত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

গত শুক্রবার গাইবান্ধার স্টেশন রোডের দাশ বেকারি মোড়ের ইসলাম প্রিন্টিং প্রেস থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

ওসি সেজে ৭৭১ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে এই আনোয়ারের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন নিজেই মামলা দায়ের করেন।

আনোয়ার হোসেন (৩০) পেশায় প্রিন্টিং প্রেস কর্মচারী। শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি। স্থানীয়দের কাছে পরিচিত ‘ফেসবুক মাস্টার’ হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনের বিভিন্ন আইডির সমস্যা সমাধানও করে দেন। প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে নেমে পড়েন প্রতারণায়। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মন্ত্রীসহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিদের নামে আইডি খুলে চলছিল তার প্রতারণা।

অবশেষে রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীনের সঙ্গে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েন। ওসি মহসীনের নামে ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ খুলে ৭৭১ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আনোয়ার। সবশেষ আপত্তিকর ছবি আদান-প্রদানের ঘটনায় বেশ কয়েকজন ভুক্তভোগী নারী থানায় এসে হাজির হন। পরে ওসি মহসীন নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত