Ajker Patrika

টাঙ্গাইল আদালতের প্রধান আইন কর্মকর্তার পদত্যাগ

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল আদালতের প্রধান আইন কর্মকর্তার পদত্যাগ

টাঙ্গাইল জজ আদালতের সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি জেলা প্রশাসকের আইটি শাখায় তার পদত্যাগপত্র জমা দেন।

এ ছাড়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস আকবর খানও পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনিবার্য কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। মঙ্গলবার পদত্যাগপত্র লিখে জেলা প্রশাসকের আইটি শাখায় পাঠিয়ে দিয়েছি। এখন জেলা প্রশাসক পদত্যাগপত্রটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবেন।’

এর আগে সকালে বিএনপি সমর্থিত আইনজীবীরা টাঙ্গাইল জজ কোর্টে সরকারি আইন কর্মকর্তার পদত্যাগের দাবিতে মিছিল বের করে। মিছিলটি আদালত
চত্বর ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে জজ কোর্টের সকল সরকারি আইন কর্মকর্তাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত