Ajker Patrika

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২৩: ৪০
প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে আলতাফ হোসেন (৭৫) নামের এক কবিরাজকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ থেকে তাঁকে আটক করে ফতুল্লা মডেল থানা-পুলিশ। 
 
আটককৃত আলতাফ হোসেন বরিশালের চরপতনিয়া এলাকার রহম আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লা দেওভোগ মাদ্রাসা এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। 

ভুক্তভোগীর মা জানায়, আলতাফের সঙ্গে পূর্ব পরিচয় ছিল তাঁদের। সেই সুবাদে তাঁকে এবং তাঁর স্বামীকে নাতি-নাতনি বলে সম্বোধন করত। গত রোববার তাঁর মেয়ের পা মচকে গেলে কবিরাজের কাছে নিয়ে আসেন। পরদিন আলতাফ নিজেই কিশোরীকে তাঁর বাসায় নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করে। 

বাসায় ফিরে মেয়ের পরিবর্তন দেখতে পায় পরিবারের সদস্যরা। তবে ভয়ে পরিবারের কাছে মুখ না খুললেও বৃহস্পতিবার সকালে এক প্রতিবেশীকে বিষয়টি জানায় তাঁর মেয়ে। পরে স্থানীয়রা ওই কবিরাজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 
 
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা কবিরাজ আলতাফকে আটক করে ৯৯৯ এ ফোন দেয়। পরে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসি। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত