Ajker Patrika

বঙ্গোপসাগরে লঘুচাপ: ভারী বৃষ্টি ও পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৫, ১৭: ১০
ফাইল ছবি
ফাইল ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা চট্টগ্রামসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার বার্তায় জানানো হয়েছে, অতি ভারী বৃষ্টিপাতে কক্সবাজার, চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলার পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে। ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এদিকে সকালে আবহাওয়ার সতর্কবার্তায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে গতকাল মঙ্গলবার থেকে কক্সবাজার উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সারা দিন গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। এতে সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের গোসলে নামতে নিরুৎসাহিত করছেন ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ও বিচকর্মীরা।

এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতি ভারী বর্ষণের কারণে কক্সবাজার, চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলায় ভূমিধসের শঙ্কা রয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এতে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত