Ajker Patrika

গাজীপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুজন আটক

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৬: ০২
গাজীপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুজন আটক

গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুরা এলাকা থেকে অর্ধকোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গতকাল রোববার বিকেলে তাঁদের আটক করার বিষয়টি আজ সোমবার র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

আটক দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুন্দরনগরের মো. গোলাম আরিফ (৩৮) এবং গাজীপুর মহানগরীর পশ্চিম লক্ষ্মীপুরা এলাকার মো. ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুক (৪৫)।

র‍্যাবের পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রোববার র‍্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল জানতে পারে যে, গাজীপুর জেলা কারাগার এলাকায় কয়েকজন হেরোইন কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে জেলা সদরের ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের সামনের চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. গোলাম আরিফকে আটক করা হয়।

ইয়াসির আরাফাত হোসেন বলেন, এ সময় গোলাম আরিফের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর সদরের পশ্চিম লক্ষ্মীপুরা এলাকার জব্বার কাউন্সিলরের বাসার সামনে থেকে মো. ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুককে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আইনগত ব্যবস্থা নিতে আটক দুজনকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত