প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): টানা বৃষ্টিতে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃষ্টির কারণে লঞ্চে উঠতে গেলে বৃষ্টির কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। মূল টার্মিনাল থেকে লঞ্চঘাটের পন্টুনে পৌঁছানোর পথের দূরত্বটুকুতে ভিজতে হয় যাত্রীদের। তা ছাড়া বৃষ্টিতে ঘাট এলাকায় কাদাপানি থাকায় বেড়েছে দুর্ভোগ।
ঢাকাগামী যাত্রী মো. হাসান বলেন, 'সকাল থেকে টানা বৃষ্টি। তা ছাড়া নদীর পাড়ে বৃষ্টির সঙ্গে বাতাসের বেগও রয়েছে। লঞ্চে উঠতে গিয়ে ভিজে গিয়েছি। ছাতাতেও বৃষ্টি ঠেকানো সম্ভব হয়নি। ঘাটের টার্মিনালের ভেতর বেশ কিছু সময় অপেক্ষা করেছিলাম বৃষ্টি কমার। কিন্তু কমেনি। পরে ভিজেই লঞ্চঘাটে পৌঁছাই।'
তিনি আরও বলেন, 'গাড়িতে এসে টার্মিনালে নামা যায়। ফলে বৃষ্টিতে ভিজতে হয় না। কিন্তু টার্মিনাল থেকে লঞ্চ ঘাটে যেতে কিছু অংশ খোলা জায়গা। ওই পথটুকুতেই ভিজতে হচ্ছে যাত্রীদের।'
এদিকে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে টানা বৃষ্টির কারণে নৌরুটে যানবাহন কমে গেছে। ফেরি পারাপারের জন্য ঘাটে তেমন কোন যানবাহন নেই। গাড়ির জন্য ফেরিকে অপেক্ষা করতে হচ্ছে ঘাটে। নৌরুটে ৪টি রোরো ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে। পদ্মায় পানি বাড়লেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঘাটে যাত্রী চাপ নেই। বৃষ্টির কারণে যাত্রী কমে গেছে। অল্প যাত্রী নিয়েই লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে।
সূত্রটি আরও জানায়, 'বৃষ্টির কারণে ঘাট এলাকায় যাত্রীদের কষ্ট কিছুটা বেড়েছে। বৃষ্টিতে ভিজে লঞ্চঘাটে পৌঁছাতে হচ্ছে। টার্মিনাল ঘাট থেকে একটু দূরে। বর্ষায় নদীর পার ডুবে যাওয়ার কারণে পন্টুন পর্যন্ত টার্মিনাল করা সম্ভব নয়। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত কিছুটা বেড়েছে। তা ছাড়া বৃষ্টি ও হালকা বাতাসের কারণে মাঝ পদ্মায় ঢেউ রয়েছে। অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো বৈরী আবহাওয়ার মধ্যে চলাচল করে থাকে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে কিন্তু যানবাহন নেই। ফেরির কর্মচারীরা অনেকটাই অলস সময় পার করছে। গাড়ির জন্য অপেক্ষায় থাকছে ফেরি। বৃষ্টির কারণে মানুষের চলাচল সীমিত হয়েছে। ঘাট এলাকায় যানবাহন ও যাত্রী শূন্যতা রয়েছে।'
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'বৃষ্টির কারণে যাত্রী কম রয়েছে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করলেও বৃষ্টির কারণে তেমন যাত্রী হচ্ছে না। তারপরও নির্দিষ্ট সময় পর পর লঞ্চ ছেড়ে যাচ্ছে।'
শিবচর (মাদারীপুর): টানা বৃষ্টিতে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃষ্টির কারণে লঞ্চে উঠতে গেলে বৃষ্টির কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। মূল টার্মিনাল থেকে লঞ্চঘাটের পন্টুনে পৌঁছানোর পথের দূরত্বটুকুতে ভিজতে হয় যাত্রীদের। তা ছাড়া বৃষ্টিতে ঘাট এলাকায় কাদাপানি থাকায় বেড়েছে দুর্ভোগ।
ঢাকাগামী যাত্রী মো. হাসান বলেন, 'সকাল থেকে টানা বৃষ্টি। তা ছাড়া নদীর পাড়ে বৃষ্টির সঙ্গে বাতাসের বেগও রয়েছে। লঞ্চে উঠতে গিয়ে ভিজে গিয়েছি। ছাতাতেও বৃষ্টি ঠেকানো সম্ভব হয়নি। ঘাটের টার্মিনালের ভেতর বেশ কিছু সময় অপেক্ষা করেছিলাম বৃষ্টি কমার। কিন্তু কমেনি। পরে ভিজেই লঞ্চঘাটে পৌঁছাই।'
তিনি আরও বলেন, 'গাড়িতে এসে টার্মিনালে নামা যায়। ফলে বৃষ্টিতে ভিজতে হয় না। কিন্তু টার্মিনাল থেকে লঞ্চ ঘাটে যেতে কিছু অংশ খোলা জায়গা। ওই পথটুকুতেই ভিজতে হচ্ছে যাত্রীদের।'
এদিকে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে টানা বৃষ্টির কারণে নৌরুটে যানবাহন কমে গেছে। ফেরি পারাপারের জন্য ঘাটে তেমন কোন যানবাহন নেই। গাড়ির জন্য ফেরিকে অপেক্ষা করতে হচ্ছে ঘাটে। নৌরুটে ৪টি রোরো ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে। পদ্মায় পানি বাড়লেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঘাটে যাত্রী চাপ নেই। বৃষ্টির কারণে যাত্রী কমে গেছে। অল্প যাত্রী নিয়েই লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে।
সূত্রটি আরও জানায়, 'বৃষ্টির কারণে ঘাট এলাকায় যাত্রীদের কষ্ট কিছুটা বেড়েছে। বৃষ্টিতে ভিজে লঞ্চঘাটে পৌঁছাতে হচ্ছে। টার্মিনাল ঘাট থেকে একটু দূরে। বর্ষায় নদীর পার ডুবে যাওয়ার কারণে পন্টুন পর্যন্ত টার্মিনাল করা সম্ভব নয়। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত কিছুটা বেড়েছে। তা ছাড়া বৃষ্টি ও হালকা বাতাসের কারণে মাঝ পদ্মায় ঢেউ রয়েছে। অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো বৈরী আবহাওয়ার মধ্যে চলাচল করে থাকে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে কিন্তু যানবাহন নেই। ফেরির কর্মচারীরা অনেকটাই অলস সময় পার করছে। গাড়ির জন্য অপেক্ষায় থাকছে ফেরি। বৃষ্টির কারণে মানুষের চলাচল সীমিত হয়েছে। ঘাট এলাকায় যানবাহন ও যাত্রী শূন্যতা রয়েছে।'
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'বৃষ্টির কারণে যাত্রী কম রয়েছে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করলেও বৃষ্টির কারণে তেমন যাত্রী হচ্ছে না। তারপরও নির্দিষ্ট সময় পর পর লঞ্চ ছেড়ে যাচ্ছে।'
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজারসংলগ্ন জুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
৭ মিনিট আগেমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।
১০ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তদের কোপে আহত চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়ার শামসুল হক খানের ছেলে। ৫ এপ্রিল রাতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠা তিন ব্যক্তি হানিফকে কুপিয়ে তাঁর রিকশাটি নিয়ে...
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
২০ মিনিট আগে