পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের সক্ষমতা বেড়েছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।’
আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ। তাই সকলে ভেদাভেদ ভুলে আগামী দিনে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করতে হবে।’ প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
এর আগে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট পাকুন্দিয়া পৌর ভবন উদ্বোধন করেন মন্ত্রী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁর কন্যা শেখ হাসিনা। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের সক্ষমতা বেড়েছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।’
আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ। তাই সকলে ভেদাভেদ ভুলে আগামী দিনে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করতে হবে।’ প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
এর আগে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট পাকুন্দিয়া পৌর ভবন উদ্বোধন করেন মন্ত্রী।
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
৭ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১০ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ মিনিট আগে