Ajker Patrika

চকলেট দিলেন, ভোট চাইলেন, অতঃপর...

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ থেকে 
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৬: ১৯
চকলেট দিলেন, ভোট চাইলেন, অতঃপর...

ঘুড়ি প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনার সুযোগ হাতছাড়া করবেন কেন! বুথে বসেই ভোট চাওয়া শুরু করেন তিনি। শুধু তাই নয়, পোলিং অফিসারকে চকলেটও দেন। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ নম্বর কক্ষে এমন ঘটনা ঘটেছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে জানাতেই ছুটে এসে সরিয়ে দেন ওই পোলিং এজেন্টকে। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে নিজের নেমপ্লেটও সরিয়ে রাখেন। নানা যুক্তি দিয়ে দায় এড়াতে চাইছিলেন। তবে প্রিসাইডিং অফিসার শেষ পর্যন্ত তাঁকে সরিয়ে দেন।

বুথে থাকা যে পোলিং অফিসারকে চকলেট দিয়েছিলেন, সেই পোলিং এজেন্টকে প্রিসাইডিং অফিসার বুথে এলে আর দেখা যায়নি। সেখানে বাকি অফিসারদের সতর্ক করে বিদায় হন প্রিসাইডিং অফিসার। 

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ভোটকেন্দ্রের আচরণবিধি ঠিক রাখার।’ 

উল্লেখ্য, ১১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলরের স্থানে নির্বাচন করছেন কাউন্সিলরপুত্র শাহাদাত হোসেন বাবু। তাঁর প্রতীক ঘুড়ি। প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন অহিদুল ইসলাম ছক্কু। তাঁর প্রতীক ঝুড়ি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত