টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগরের চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার রাতে দলের সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, চাঁদাবাজির এক মামলায় গতকাল দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
বহিষ্কৃতরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল্লাহ আলিম মোল্লা, বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথী।
দলের এমন সিদ্ধান্তের পর গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মোবাইর ফোনে যোগাযোগ করা হলে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছি। দল থেকে বহিষ্কারের বিষয়ে আমি কিছুই জানি না।’
আব্দুল্লাহ আলিম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে সিরাজুল ইসলাম সাথী বলেন, ‘বিষয়টি আমি জানি না। একটি বিজ্ঞপ্তি দেখেছি মাত্র। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে।’
এদিকে, চাঁদাবাজির এক মামলায় গতকাল দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিটিও সঠিক।’
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগরের চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার রাতে দলের সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, চাঁদাবাজির এক মামলায় গতকাল দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
বহিষ্কৃতরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল্লাহ আলিম মোল্লা, বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথী।
দলের এমন সিদ্ধান্তের পর গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মোবাইর ফোনে যোগাযোগ করা হলে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছি। দল থেকে বহিষ্কারের বিষয়ে আমি কিছুই জানি না।’
আব্দুল্লাহ আলিম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে সিরাজুল ইসলাম সাথী বলেন, ‘বিষয়টি আমি জানি না। একটি বিজ্ঞপ্তি দেখেছি মাত্র। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে।’
এদিকে, চাঁদাবাজির এক মামলায় গতকাল দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিটিও সঠিক।’
রোববার বিকেলে রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রায় এমন দৃশ্যই দেখা যায়। নগরের রেলগেট থেকে সাহেববাজার পর্যন্ত পদযাত্রার পুরোটি সময়ই এনসিপি নেতা-কর্মীদের একটি দলকে মিছিলের শেষে থেকে এভাবে ময়লা-আবর্জনা তুলে নিতে দেখা গেছে। এর নেতৃত্বে ছিলেন এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সাইফুল ইসলাম।
২৭ মিনিট আগেবিবাদীদের মধ্যে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মামুন সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, থানার ওসি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং তিন সাংবাদিকসহ ২৬ জন।
১ ঘণ্টা আগেসাইফুলের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে তাঁর জ্বর ছিল। অসুস্থ অবস্থায়ও কাজ করছিলেন। দুই দিন আগে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২ ঘণ্টা আগেসেদিনের হামলায় কনস্টেবল আনছারুল হক, জহিরুল ইসলাম ও গৃহবধূ ঝরনা রানী ভৌমিক নিহত হন। নিহত হন এক জঙ্গি আবির হোসেন। আহত হন আরও ১২ পুলিশ সদস্য ও চার মুসল্লি। গুলির আঘাতে নিহত ঝরনা রানীর স্মরণে হামলার স্থানের গলিটির নাম রাখা হয়েছে ‘ঝরনা রানী ভৌমিক সড়ক’।
২ ঘণ্টা আগে