Ajker Patrika

গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার, একজন গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার, একজন গ্রেপ্তার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগরের চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার রাতে দলের সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, চাঁদাবাজির এক মামলায় গতকাল দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

বহিষ্কৃতরা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল্লাহ আলিম মোল্লা, বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথী।

দলের এমন সিদ্ধান্তের পর গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মোবাইর ফোনে যোগাযোগ করা হলে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছি। দল থেকে বহিষ্কারের বিষয়ে আমি কিছুই জানি না।’

আব্দুল্লাহ আলিম মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে সিরাজুল ইসলাম সাথী বলেন, ‘বিষয়টি আমি জানি না। একটি বিজ্ঞপ্তি দেখেছি মাত্র। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে।’

এদিকে, চাঁদাবাজির এক মামলায় গতকাল দুপুরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিটিও সঠিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হানিমুন থেকে ফিরেই মার্কিন আটককেন্দ্রে ১৪০ দিন, রাষ্ট্রহীন এক তরুণীর মর্মান্তিক অভিজ্ঞতা

৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

কলেজছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় বিজিবি সদস্য গ্রেপ্তার

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

১৭ বছর পর সাইফ পাওয়ার টেকের বিদায়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল চালাবে চিটাগং ড্রাইডক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত