গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজগেট এলাকা থেকে বুলবুলি বেগম (৩৪) নামে এক নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত বুলবুলি বেগম নওগাঁর মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আয় বাবুর মেয়ে। গাজীপুরে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় সুইং সেকশনের সুইং হেলপার হিসেবে কাজ করতেন। মহানগরীর কোনাবাড়ী থানাধীন কলেজগেট এলাকায় স্থানীয় মিজান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
স্থানীয়রা জানান, বুলবুলি বেগম ভাড়া বাসায় স্বামী মাসুদ রানার সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। মাসুদ রানা হচ্ছেন মৃত বুলবুলির দ্বিতীয় স্বামী। গতকাল শুক্রবার রাতে বুলবুলির বোন খোঁজ নিতে বাসায় এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন ঘরের মেঝেতে বুলবুলির মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বামী মাসুদ সেখানে ছিলেন না। ঘটনার পর গাজীপুর পিবিআই ও সিআইডির পৃথক দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরের মেঝেতে পড়ে থাকা নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনার পর থেকে পোশাককর্মী বুলবুলির স্বামী পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনিগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজগেট এলাকা থেকে বুলবুলি বেগম (৩৪) নামে এক নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত বুলবুলি বেগম নওগাঁর মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আয় বাবুর মেয়ে। গাজীপুরে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় সুইং সেকশনের সুইং হেলপার হিসেবে কাজ করতেন। মহানগরীর কোনাবাড়ী থানাধীন কলেজগেট এলাকায় স্থানীয় মিজান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
স্থানীয়রা জানান, বুলবুলি বেগম ভাড়া বাসায় স্বামী মাসুদ রানার সঙ্গে থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। মাসুদ রানা হচ্ছেন মৃত বুলবুলির দ্বিতীয় স্বামী। গতকাল শুক্রবার রাতে বুলবুলির বোন খোঁজ নিতে বাসায় এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন ঘরের মেঝেতে বুলবুলির মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বামী মাসুদ সেখানে ছিলেন না। ঘটনার পর গাজীপুর পিবিআই ও সিআইডির পৃথক দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরের মেঝেতে পড়ে থাকা নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনার পর থেকে পোশাককর্মী বুলবুলির স্বামী পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনিগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
চাঁদপুরের মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। দিনরাত এসব কিশোর ধারালো অস্ত্র নিয়ে দলবেঁধে বেপরোয়াভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। মারামারি, মেয়েদের উত্ত্যক্ত, মাদকসেবন, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে তারা। এ পরিস্থিতিতে অভিভাবকেরা উদ্বিগ্ন এবং এলাকাবাসী আতঙ্কিত।
২ মিনিট আগেমুন্সিগঞ্জ কারাগারে বন্দী সারোয়ার হোসেন নান্নু (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে কারাগার থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
৫ মিনিট আগেখাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৮ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে