Ajker Patrika

সাভারে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদ্‌যাপন

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৩০
সাভারে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদ্‌যাপন

সারা দেশের সঙ্গে ঢাকার সাভারেও জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদ্‌যাপন করা হয়েছে। নিরাপদ খাদ্যের দাবিতে বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার সকালে সাভারের আশুলিয়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, মানববন্ধন ও গণস্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আশুলিয়ার ভাদাইল-জামগড়া সড়কে নিরাপদ খাদ্যের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ। ‘সবার দাবি একটাই, ভেজালমুক্ত খাদ্য চাই’, ‘সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করো, ক্ষুধামুক্ত দেশ গড়ো’সহ বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয় খুদে শিক্ষার্থীরা। 

বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে আশুলিয়ায় এই আয়োজন করা হয়েছে। কারিতাসের গণকবাড়ী শাখার ইউনিট অফিসার দিলদার হোসেন বলেন, এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো—‘নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’। 

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন হাজি ওয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মমতাজউদ্দিন, নুরুল হক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. রুবেল হোসেন, নেটওয়ার্ক ফোরামের সদস্য রুপম চাকমা এবং উদ্যম প্রকল্পের ক্লাস্টার লিডার মো. মজিবর রহমান। মানববন্ধনে বক্তারা ভেজাল খাদ্য প্রতিরোধের জন্য স্কুল-কলেজ, পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত