Ajker Patrika

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন। ছবি: সংগৃহীত
উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করতে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শনিবার দুদকের পক্ষ থেকে আবেদনটি করেন কমিশনের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি। দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ এপিএস মোয়াজ্জেম হোসেনের সিদ্ধান্ত নেয় দুদক।

গত ২২ এপ্রিল মোয়াজ্জেম উপদেষ্টার এপিএস পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিজেই গণমাধ্যমের নজরে আনেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত