নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফসা আক্তার কাকলী (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে তাঁর স্বামী সাইফুল ইসলাম শাকিল (৩২) পলাতক রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় হাফসাকে প্রথমে ইউএস-বাংলা হাসপাতাল ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।’
নিহত কাকলী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। তিনি সাইফা আক্তার (৫) আবদুল্লাহ (২) নামে দুই সন্তানের মা।
নিহতের পরিবারের লোকজন জানান, ছয় বছর আগে কাকলী ও সাইফুলের বিয়ে হয়। সম্প্রতি সাইফুল অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ১১ জানুয়ারি বিকেলে কাকলী তাঁর ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় সাইফুল ও কাকলীর মধ্যে ঝগড়া হয়।
নিহতের পরিবারের লোকজন আরও জানান, গতকাল রাতে সাইফুল কাকলীকে পিটিয়ে জখম করেন। কাকলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে ঢাকা মেডিকেলে মারা যান তিনি।
কাকলীর মৃত্যুর খবর পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। কাকলীর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে।
এই ঘটনায় কাকলীর বাবা ইসমাঈল মিয়া বাদী হয়ে মেয়ের স্বামীসহ পাঁচজনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফসা আক্তার কাকলী (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে তাঁর স্বামী সাইফুল ইসলাম শাকিল (৩২) পলাতক রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় হাফসাকে প্রথমে ইউএস-বাংলা হাসপাতাল ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।’
নিহত কাকলী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। তিনি সাইফা আক্তার (৫) আবদুল্লাহ (২) নামে দুই সন্তানের মা।
নিহতের পরিবারের লোকজন জানান, ছয় বছর আগে কাকলী ও সাইফুলের বিয়ে হয়। সম্প্রতি সাইফুল অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত ১১ জানুয়ারি বিকেলে কাকলী তাঁর ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় সাইফুল ও কাকলীর মধ্যে ঝগড়া হয়।
নিহতের পরিবারের লোকজন আরও জানান, গতকাল রাতে সাইফুল কাকলীকে পিটিয়ে জখম করেন। কাকলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গতকাল মধ্যরাতে ঢাকা মেডিকেলে মারা যান তিনি।
কাকলীর মৃত্যুর খবর পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। কাকলীর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে।
এই ঘটনায় কাকলীর বাবা ইসমাঈল মিয়া বাদী হয়ে মেয়ের স্বামীসহ পাঁচজনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
নরসিংদীতে মিনহাজুর রহমান শ্রাবন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হিসেবে ভূয়া জুলাইযোদ্ধা তালিকাভুক্তির প্রতিবাদ করায় তার ওপর হামলা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। জেলা মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইভা আলমের স্বামী এবং স্থানীয় ইউপি সচিব
১ ঘণ্টা আগেময়মনসিংহে হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে ইয়াসিন আলী স্বপন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আমির হোসেন নামে আরও একজন আহত হয়েছে।
২ ঘণ্টা আগেরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটু গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
২ ঘণ্টা আগেগাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের সহকারীর (হেলপার) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে