কিশোরগঞ্জ প্রতিনিধি
কাজের সূত্রে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান কিশোরগঞ্জের নিকলী উপজেলার আদনান রকি জোবান (২৬)। সেখানেই টিকটকে পরিচয় হয় সে দেশের তরুণী লায়লা নূর আব্দুল্লাহর (২১) সঙ্গে। টিকটক থেকে আইডি সংগ্রহ করার পর তাঁরা ফেসবুক বন্ধু হন। এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সাত মাসের পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে জোবান ও লায়লা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে লায়লার ইচ্ছা ছিল, তিনি বাংলাদেশে গিয়ে সে দেশের সংস্কৃতিতে বিয়ে করবেন জোবানকে। এই ইচ্ছা পূরণের জন্য গত ২৭ সেপ্টেম্বর রাতে জোবানের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। দুজনের সঙ্গে আসেন লায়লার এক চাচাতো বোন। গত ৬ অক্টোবর (শুক্রবার) মহাধুমধামে দুজনের বিয়ের অনুষ্ঠান হয়।
মালয়েশিয়ার পেরাক প্রদেশের আব্দুল্লাহ ও নূর আশেকিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে লায়লা নূর আব্দুল্লাহ সবার বড়। লায়লা কেনাঙ্গা পয়েন্ট কন্ডামিনিমামের নিউ এরা কলেজ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব ল’ এনফোর্সমেন্টের (অনার্স) শিক্ষার্থী।
আজ রোববার নিকলী উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামে আদনান রকি জোবানের বাড়ি গিয়ে তাঁর থেকেই জানা গেল দুজনের গল্প।
স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের আগের দিন ৫ অক্টোবর বিশাল আয়োজনে দুজনের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। গায়েহলুদের অনুষ্ঠানে লায়লা এবং জোবান উভয়ে নেচে-গেয়ে সবাইকে আনন্দ দেন। এরপর ৬ অক্টোবর দুপুরে দামপাড়া গোয়ালহাটি গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়েতে দামপাড়া গ্রামের সব মানুষকে দাওয়াত দেওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে বিকেলে ইসলামি বিধান অনুযায়ী তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়।
দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বিয়ে নিয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত। বউ দেখার জন্য আদনান রকি জোবানের বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে।
কাজের সূত্রে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান কিশোরগঞ্জের নিকলী উপজেলার আদনান রকি জোবান (২৬)। সেখানেই টিকটকে পরিচয় হয় সে দেশের তরুণী লায়লা নূর আব্দুল্লাহর (২১) সঙ্গে। টিকটক থেকে আইডি সংগ্রহ করার পর তাঁরা ফেসবুক বন্ধু হন। এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সাত মাসের পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে জোবান ও লায়লা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে লায়লার ইচ্ছা ছিল, তিনি বাংলাদেশে গিয়ে সে দেশের সংস্কৃতিতে বিয়ে করবেন জোবানকে। এই ইচ্ছা পূরণের জন্য গত ২৭ সেপ্টেম্বর রাতে জোবানের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। দুজনের সঙ্গে আসেন লায়লার এক চাচাতো বোন। গত ৬ অক্টোবর (শুক্রবার) মহাধুমধামে দুজনের বিয়ের অনুষ্ঠান হয়।
মালয়েশিয়ার পেরাক প্রদেশের আব্দুল্লাহ ও নূর আশেকিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে লায়লা নূর আব্দুল্লাহ সবার বড়। লায়লা কেনাঙ্গা পয়েন্ট কন্ডামিনিমামের নিউ এরা কলেজ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব ল’ এনফোর্সমেন্টের (অনার্স) শিক্ষার্থী।
আজ রোববার নিকলী উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামে আদনান রকি জোবানের বাড়ি গিয়ে তাঁর থেকেই জানা গেল দুজনের গল্প।
স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের আগের দিন ৫ অক্টোবর বিশাল আয়োজনে দুজনের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। গায়েহলুদের অনুষ্ঠানে লায়লা এবং জোবান উভয়ে নেচে-গেয়ে সবাইকে আনন্দ দেন। এরপর ৬ অক্টোবর দুপুরে দামপাড়া গোয়ালহাটি গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়েতে দামপাড়া গ্রামের সব মানুষকে দাওয়াত দেওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে বিকেলে ইসলামি বিধান অনুযায়ী তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়।
দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বিয়ে নিয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত। বউ দেখার জন্য আদনান রকি জোবানের বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে।
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। আর শারীরিক উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার বেশ কয়েকজনকে
৩ মিনিট আগেলক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী এক নারী লজ্জায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান আসামি ফারুক হোসেনকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। ২৩ জুলাই সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের এই ঘটনা ঘটে।
৬ মিনিট আগেনিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। আজ শুক্রবার সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় তীরে আছড়ে পড়ছে। ফলে সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে বলছে জেলা প্রশাসন।
৮ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হঠাৎ ধসে পড়েছে। এতে পানিতে তলিয়ে যাওয়ার হুমকির মুখে পড়েছে আশপাশের ১০ গ্রাম। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাঁধটির প্রায় ৫০ মিটার অংশ ভেঙে পড়ে। প্রবল পানির চাপে ধসে যায় বাঁধসংলগ্ন সড়ক, উপড়ে পড়ে গাছপালা, আর কৃষিজমির...
১০ মিনিট আগে