কিশোরগঞ্জ প্রতিনিধি
কাজের সূত্রে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান কিশোরগঞ্জের নিকলী উপজেলার আদনান রকি জোবান (২৬)। সেখানেই টিকটকে পরিচয় হয় সে দেশের তরুণী লায়লা নূর আব্দুল্লাহর (২১) সঙ্গে। টিকটক থেকে আইডি সংগ্রহ করার পর তাঁরা ফেসবুক বন্ধু হন। এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সাত মাসের পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে জোবান ও লায়লা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে লায়লার ইচ্ছা ছিল, তিনি বাংলাদেশে গিয়ে সে দেশের সংস্কৃতিতে বিয়ে করবেন জোবানকে। এই ইচ্ছা পূরণের জন্য গত ২৭ সেপ্টেম্বর রাতে জোবানের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। দুজনের সঙ্গে আসেন লায়লার এক চাচাতো বোন। গত ৬ অক্টোবর (শুক্রবার) মহাধুমধামে দুজনের বিয়ের অনুষ্ঠান হয়।
মালয়েশিয়ার পেরাক প্রদেশের আব্দুল্লাহ ও নূর আশেকিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে লায়লা নূর আব্দুল্লাহ সবার বড়। লায়লা কেনাঙ্গা পয়েন্ট কন্ডামিনিমামের নিউ এরা কলেজ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব ল’ এনফোর্সমেন্টের (অনার্স) শিক্ষার্থী।
আজ রোববার নিকলী উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামে আদনান রকি জোবানের বাড়ি গিয়ে তাঁর থেকেই জানা গেল দুজনের গল্প।
স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের আগের দিন ৫ অক্টোবর বিশাল আয়োজনে দুজনের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। গায়েহলুদের অনুষ্ঠানে লায়লা এবং জোবান উভয়ে নেচে-গেয়ে সবাইকে আনন্দ দেন। এরপর ৬ অক্টোবর দুপুরে দামপাড়া গোয়ালহাটি গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়েতে দামপাড়া গ্রামের সব মানুষকে দাওয়াত দেওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে বিকেলে ইসলামি বিধান অনুযায়ী তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়।
দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বিয়ে নিয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত। বউ দেখার জন্য আদনান রকি জোবানের বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে।
কাজের সূত্রে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান কিশোরগঞ্জের নিকলী উপজেলার আদনান রকি জোবান (২৬)। সেখানেই টিকটকে পরিচয় হয় সে দেশের তরুণী লায়লা নূর আব্দুল্লাহর (২১) সঙ্গে। টিকটক থেকে আইডি সংগ্রহ করার পর তাঁরা ফেসবুক বন্ধু হন। এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সাত মাসের পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে জোবান ও লায়লা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে লায়লার ইচ্ছা ছিল, তিনি বাংলাদেশে গিয়ে সে দেশের সংস্কৃতিতে বিয়ে করবেন জোবানকে। এই ইচ্ছা পূরণের জন্য গত ২৭ সেপ্টেম্বর রাতে জোবানের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। দুজনের সঙ্গে আসেন লায়লার এক চাচাতো বোন। গত ৬ অক্টোবর (শুক্রবার) মহাধুমধামে দুজনের বিয়ের অনুষ্ঠান হয়।
মালয়েশিয়ার পেরাক প্রদেশের আব্দুল্লাহ ও নূর আশেকিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে লায়লা নূর আব্দুল্লাহ সবার বড়। লায়লা কেনাঙ্গা পয়েন্ট কন্ডামিনিমামের নিউ এরা কলেজ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব ল’ এনফোর্সমেন্টের (অনার্স) শিক্ষার্থী।
আজ রোববার নিকলী উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামে আদনান রকি জোবানের বাড়ি গিয়ে তাঁর থেকেই জানা গেল দুজনের গল্প।
স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের আগের দিন ৫ অক্টোবর বিশাল আয়োজনে দুজনের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। গায়েহলুদের অনুষ্ঠানে লায়লা এবং জোবান উভয়ে নেচে-গেয়ে সবাইকে আনন্দ দেন। এরপর ৬ অক্টোবর দুপুরে দামপাড়া গোয়ালহাটি গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়েতে দামপাড়া গ্রামের সব মানুষকে দাওয়াত দেওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে বিকেলে ইসলামি বিধান অনুযায়ী তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়।
দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বিয়ে নিয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত। বউ দেখার জন্য আদনান রকি জোবানের বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
১০ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
২২ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩৪ মিনিট আগে