Ajker Patrika

সদরপুরে স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর) 
সদরপুরে স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

ফরিদপুরের সদরপুর উপজেলার ৩৩ নং ডিক্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে শো’কজের নোটিশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অফিস ঢাকা থেকে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে চিঠি পাঠানো হয়।

জানা গেছে, হাবিবুর রহমানের বাবা আবদুর সামাদ মিয়াসদরপুর উপজেলার ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। বাবার মৃত্যুর পর হাবিবুর রহমান সেই স্কুলে চাকরি পান। পরবর্তীতে তিনি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। হাবিবুর রহমানের মৃত্যুর পর তাঁর মা রোকেয়া বেগম পেনশনের টাকা উত্তোলন করতেন। রোকেয়া বেগম ২০১৫ সালের ১ লা জানুয়ারি মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মে পর্যন্ত হাবিবুর রহমান ৩ লাখ ৬৫ হাজার ২৭৬ টাকা অবৈধ ভাবে উত্তোলন করেন।

এ নিয়ে স্থানীয় মো. নুরুল ইসলাম ফরিদপুর জেলা প্রশাসকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি অভিযোগ দাখিল করে। সেই অভিযোগ জানাজানি হওয়ার পর এবং নিজের চাকরি বাঁচাতে মো. হাবিবুর রহমান ২০২০ সালের ১১ জানুয়ারি উত্তোলনকৃত ৩ লাখ ৬৫ হাজার ২শ ৭৬ টাকা সোনালী ব্যাংক সদরপুর শাখায় ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দেন।

কিন্তু প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্তে হাবিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ ভাবে বাবার পেনশনের টাকা তোলার জন্য আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। গত ২২ আগস্ট হতে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে থাকা হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. : ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়। এ ছাড়া ১০ কর্ম দিবসের মধ্যে হাবিবুর রহমানকে চিঠির জবাব দিতে বলা হয়েছে। 

প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, একটি চিঠি তিনি পেয়েছেন। নির্ধারিত সময়েই চিঠির জবাব দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মালেক বলেন, ঢাকা থেকে চিঠির মাধ্যমে হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। সেই মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত