নারায়ণগঞ্জ ও ঢামেক প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঝরাতে একটি ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। দগ্ধ অবস্থায় আরও দুজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আড়াইহাজার পৌরসভার গোয়ালপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, বদ্ধ ঘরে রান্নার গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণে নিহত হয়েছেন একই বাসার কানিজ খাদিজা নিপা (৩৯) ও চায়না আক্তার (৪০)। চিকিৎসাধীন আছেন নিপার মা হাসিনা মমতাজ (৫৫) ও চায়না আক্তারের স্বামী সোহান তালুকদার (৪৫)।
হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘সোহানের শরীর শতভাগ ও হাসিনা মমতাজ ৫৫ ভাগ দগ্ধ হয়েছেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নিপা ও চায়না মারা যান। বাকি দুজনের অবস্থা সংকটাপন্ন।’
নিপার বোন ইভা ইসলাম বলেন, ‘আমার বোন নিপা ওই বাসায় সাবলেট থাকতেন। সেখানে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। আমি ও আমার মা হাসিনা মমতাজ শুক্রবার সন্ধ্যায় বোনের বাসায় বেড়াতে যাই। রাতের খাবার শেষে আমি ফিরলেও আমার মা থেকে যান। রাতে বাসায় ফিরেই শুনি বিস্ফোরণ ঘটেছে।’
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘মধ্যরাতে আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওই ফ্ল্যাট মূলত যৌথভাবে ভাড়া দিয়ে থাকতেন বাসিন্দারা। তাঁরা একই রান্নাঘরে রান্না করতেন। রান্নাঘরটিতে সিলিন্ডার ও তিতাস গ্যাসের সংযোগ আছে। আমরা ধারণা করছি, অসাবধানতাবশত রান্না শেষে চুলা বন্ধ না করায় বদ্ধ ঘরে গ্যাস জমে। এরপর বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফ্ল্যাটের তিনটি কক্ষের আসবাব পুড়ে ও বিস্ফোরণে তছনছ হয়ে গেছে। কক্ষগুলোর দরজা-জানালা ভেঙে পড়েছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে জানালার কাচের টুকরা। তবে ফ্ল্যাটের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার পুরোপুরি অক্ষত রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ঢামেক সূত্রে আমরা জেনেছি, বিস্ফোরণে দুজন মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঝরাতে একটি ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। দগ্ধ অবস্থায় আরও দুজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আড়াইহাজার পৌরসভার গোয়ালপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, বদ্ধ ঘরে রান্নার গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণে নিহত হয়েছেন একই বাসার কানিজ খাদিজা নিপা (৩৯) ও চায়না আক্তার (৪০)। চিকিৎসাধীন আছেন নিপার মা হাসিনা মমতাজ (৫৫) ও চায়না আক্তারের স্বামী সোহান তালুকদার (৪৫)।
হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘সোহানের শরীর শতভাগ ও হাসিনা মমতাজ ৫৫ ভাগ দগ্ধ হয়েছেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নিপা ও চায়না মারা যান। বাকি দুজনের অবস্থা সংকটাপন্ন।’
নিপার বোন ইভা ইসলাম বলেন, ‘আমার বোন নিপা ওই বাসায় সাবলেট থাকতেন। সেখানে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। আমি ও আমার মা হাসিনা মমতাজ শুক্রবার সন্ধ্যায় বোনের বাসায় বেড়াতে যাই। রাতের খাবার শেষে আমি ফিরলেও আমার মা থেকে যান। রাতে বাসায় ফিরেই শুনি বিস্ফোরণ ঘটেছে।’
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘মধ্যরাতে আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওই ফ্ল্যাট মূলত যৌথভাবে ভাড়া দিয়ে থাকতেন বাসিন্দারা। তাঁরা একই রান্নাঘরে রান্না করতেন। রান্নাঘরটিতে সিলিন্ডার ও তিতাস গ্যাসের সংযোগ আছে। আমরা ধারণা করছি, অসাবধানতাবশত রান্না শেষে চুলা বন্ধ না করায় বদ্ধ ঘরে গ্যাস জমে। এরপর বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফ্ল্যাটের তিনটি কক্ষের আসবাব পুড়ে ও বিস্ফোরণে তছনছ হয়ে গেছে। কক্ষগুলোর দরজা-জানালা ভেঙে পড়েছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে জানালার কাচের টুকরা। তবে ফ্ল্যাটের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার পুরোপুরি অক্ষত রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ঢামেক সূত্রে আমরা জেনেছি, বিস্ফোরণে দুজন মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৩ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৭ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩৩ মিনিট আগে