Ajker Patrika

গোসাইরহাটে নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রতিনিধি, গোসাইরহাট (শরীয়তপুর)
গোসাইরহাটে নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে আজ বুধবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজার ও কোদালপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার, ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ এর বিধি মোতাবেক খাদ্যপণ্য ও কৃষি উপকরণ জিনিসপত্রে দাম বৃদ্ধি না করা, ওজনে কম না দেওয়া, সঠিক মূল্য নির্ধারণ, খাদ্যে ভেজাল না দেওয়া ও মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে না রাখাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিলি ও স্টিকার লাগানো হয়। 

এছাড়া ঈদকে সামনে রেখে পণ্য মজুত রেখে বাজার অস্থিতিশীল না করার বিষয়েও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোড়কে যথাযথ তথ্য না দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী কোদালপুর বাজারের একটি বেকারির দোকানকে এক হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। 

সংস্থাটির শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। 

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুরের সভাপতি বিল্লাল হোসেন খানের সহযোগিতায় পরিচালিত তদারকিমূলক এই অভিযানে শরীয়তপুর জেলা পুলিশ এর একটি টিম অংশ নেয়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত