Ajker Patrika

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবক আটক, ভুল বাড়ি ভাঙচুর বিক্ষুব্ধ জনতার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৪: ২০
রংপুরের গঙ্গাচড়ায় গতকাল শনিবার রাতে ধর্মীয় কটূক্তির অভিযোগে আটক যুবকের বাড়ি মনে করে অন্যের বাড়িতে ভাঙচুর চালায় পাশের এলাকার লোকজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা
রংপুরের গঙ্গাচড়ায় গতকাল শনিবার রাতে ধর্মীয় কটূক্তির অভিযোগে আটক যুবকের বাড়ি মনে করে অন্যের বাড়িতে ভাঙচুর চালায় পাশের এলাকার লোকজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে ওই যুবকের বাড়ি মনে করে অন্য একজনের বাড়ি ভাঙচুর করে। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পুলিশ, সেনাবাহিনী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আজ রোববার সকালে গ্রামটিতে গিয়ে দেখা যায়, গ্রামটিতে অনেক ঘরের দরজায় তালা ঝুলছে। কোনো লোকজন নেই। ঘটনার পর শনিবার রাত থেকে আতঙ্কে গ্রামটির পুরুষেরা বাড়িছাড়া রয়েছেন বলে জানা গেছে।

আটক যুবকের বাড়ি মনে করে অন্যের বাড়িতে ভাঙচুর চালায় পাশের এলাকার লোকজন। ছবি: আজকের পত্রিকা
আটক যুবকের বাড়ি মনে করে অন্যের বাড়িতে ভাঙচুর চালায় পাশের এলাকার লোকজন। ছবি: আজকের পত্রিকা

এ সময় গ্রামের একজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে পুলিশ এক যুবককে আটক করে নিয়ে যায়। এরপর পাশের এলাকার একদল লোক হাতে লাঠিসোঁটা নিয়ে এসে স্লোগান দিতে থাকে। এ সময় গ্রামের লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে ওই যুবকের বাড়ি মনে করে তারা অন্য একজনের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসার কথা শুনে তারা ঘটনাস্থল থেকে সরে পড়ে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্মীয় কটূক্তির বিষয়ে আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। তবে এটি আরও গভীরভাবে তদন্তের প্রয়োজন আছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘরের দরজায় তালা ঝুলছে। ছবি: আজকের পত্রিকা
ঘরের দরজায় তালা ঝুলছে। ছবি: আজকের পত্রিকা

গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে। সুষ্ঠু তদন্তের জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত