শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপনের পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন গ্রামে যাওয়া মানুষ। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে নগরবাসীর এ ফেরার চিত্র দেখা গেছে।
অন্যদিকে আজও ঢাকা ছাড়ছেন অনেকেই। ঢাকা ছাড়ার জন্য নগরবাসীর ভিড়ও দেখা গেছে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায়। গত সোমবার (৩১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে।
বাস মালিক ও শ্রমিক কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েক দিন আসা-যাওয়ার এই ধারা অব্যাহত থাকবে।
ঈদে ছুটি কাটিয়ে সপরিবার নিয়ে বরিশাল থেকে ঢাকার যাত্রাবাড়ীতে এলেন রুবেল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি এখনো শেষ হয়নি। তার পরও ঢাকায় ফিরতে হলো ব্যক্তিগত কাজের জন্য। এ ছাড়া বাচ্চাদের স্কুল শুরু হবে আগামী সপ্তাহে। তাই যানজটমুক্তভাবে আগেই চলে এলাম ঢাকায়।’
সায়েদাবাদ বাস টার্মিনালে মোংলা থেকে আগত বিএম পরিবহন থেকে লাগেজ হাতে নামছিলেন মোবারক ইসলাম নামের এক যাত্রী। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘ঈদের ছুটিতে মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটিয়েছি। পেশাদারিত্বের জন্য সবাইকে ছেড়ে ঢাকায় আসায় মন খারাপ লাগছে।’
ঢাকা-সিলেটগামী মিতালী পরিবহনের চালক মো. বাবুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে ধাপে ধাপে যাত্রীরা ঢাকায় প্রবেশ করতে শুরু করেছেন। আগামী শনিবার ও রোববার থেকে যাত্রী আসার চাপ বাড়বে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও যাত্রাবাড়ী থেকে ঢাকা-মাওয়া সড়কে তেমন কোনো যানজট দেখা যায়নি। সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার তেমন বাস এখানে নেই বললেই চলে।
সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা রাসেল সর্দার বলেন, ঈদযাত্রার শুরু থেকে নগরবাসীর ঢাকায় ফেরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং যাত্রীদের হয়রানি-ভোগান্তি রোধে টার্মিনালে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপনের পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন গ্রামে যাওয়া মানুষ। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে নগরবাসীর এ ফেরার চিত্র দেখা গেছে।
অন্যদিকে আজও ঢাকা ছাড়ছেন অনেকেই। ঢাকা ছাড়ার জন্য নগরবাসীর ভিড়ও দেখা গেছে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায়। গত সোমবার (৩১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে।
বাস মালিক ও শ্রমিক কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েক দিন আসা-যাওয়ার এই ধারা অব্যাহত থাকবে।
ঈদে ছুটি কাটিয়ে সপরিবার নিয়ে বরিশাল থেকে ঢাকার যাত্রাবাড়ীতে এলেন রুবেল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি এখনো শেষ হয়নি। তার পরও ঢাকায় ফিরতে হলো ব্যক্তিগত কাজের জন্য। এ ছাড়া বাচ্চাদের স্কুল শুরু হবে আগামী সপ্তাহে। তাই যানজটমুক্তভাবে আগেই চলে এলাম ঢাকায়।’
সায়েদাবাদ বাস টার্মিনালে মোংলা থেকে আগত বিএম পরিবহন থেকে লাগেজ হাতে নামছিলেন মোবারক ইসলাম নামের এক যাত্রী। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘ঈদের ছুটিতে মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটিয়েছি। পেশাদারিত্বের জন্য সবাইকে ছেড়ে ঢাকায় আসায় মন খারাপ লাগছে।’
ঢাকা-সিলেটগামী মিতালী পরিবহনের চালক মো. বাবুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে ধাপে ধাপে যাত্রীরা ঢাকায় প্রবেশ করতে শুরু করেছেন। আগামী শনিবার ও রোববার থেকে যাত্রী আসার চাপ বাড়বে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও যাত্রাবাড়ী থেকে ঢাকা-মাওয়া সড়কে তেমন কোনো যানজট দেখা যায়নি। সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার তেমন বাস এখানে নেই বললেই চলে।
সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা রাসেল সর্দার বলেন, ঈদযাত্রার শুরু থেকে নগরবাসীর ঢাকায় ফেরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং যাত্রীদের হয়রানি-ভোগান্তি রোধে টার্মিনালে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদের ছুটিতে বেড়েছে পর্যটকদের সমাগম। অসচেতনতায় নষ্ট হচ্ছে বনের পরিবেশ। অতিরিক্ত ভিড় ও পর্যটকদের হইহল্লায় হারিয়ে গেছে বনের সহজাত নীরব পরিবেশ। আতঙ্কিত হয়ে পড়েছে প্রাণীরা। ভয়ে ছোটাছুটি করছে তারা। এ অবস্থায় উদ্যানের পরিবেশ নিয়ে চিন্তায় পড়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগেদীর্ঘ ছুটি এবারের ঈদে। ঈদের আগেও যেমন ছিল, পরেও রয়েছে ছুটি। রাজধানীবাসী তাই ঈদের ছুটি দুই ভাগে ভাগ করে নিয়েছেন। কেউ ঈদের আগে গেছেন গ্রামের বাড়ি, কেউ যাচ্ছেন এখনো। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বৃহস্পতিবার তাই ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীও দেখা গেল বেশ।
৬ ঘণ্টা আগেরংপুরে রেলস্টেশন এলাকায় অপহৃত চার শিশু উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইচেষ্টা মামলায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২২ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
৭ ঘণ্টা আগেযশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদের পর রোগীর ভিড় বেড়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের বহির্বিভাগে রোগীর লাইন থাকলেও চিকিৎসকদের কক্ষগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে চিকিৎসকেরা অনুপস্থিত থাকায় এনসিডি কর্নারে একজন কার্ডিওগ্রাফারকে রোগী দেখতে দেখা গেছে।
৭ ঘণ্টা আগে