Ajker Patrika

মধুখালীতে বিদ্যালয় কক্ষে বাবা-ছেলেকে মারধরের ঘটনায় জড়িত নারী গ্রেপ্তার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৩, ২১: ৫৪
Thumbnail image

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আটকে রেখে বাবা-ছেলেকে মারপিটের ঘটনায় জড়িত নারী রুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাঝকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ বিন কালাম এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, দুই মাস ধরে আসামি রুমা বিভিন্ন জেলায় জেলায় ঘুরে মঙ্গলবার সন্ধ্যায় মাঝকান্দি এলাকায় আসলে তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিওতে মারপিটে অংশ নিতে দেখতে পাওয়া ১০ জনের মধ্যে রুমাসহ ৯ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। 
 
উল্লেখ্য, গত ১১ মার্চ বাবা ইয়ামিন মৃধা ও তার ছেলে রাজন মৃধাকে আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে বেধড়ক মারপিট করে রুমা ও তার ভাই কুতুবুদ্দিনসহ অন্তত ১০ জন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত