Ajker Patrika

রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পথচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পথচারীর মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়ার কেরানীবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে রাসেল (৩৫) নামে এক পথচারী মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে গেন্ডারিয়ার কেরানীবাড়ি ভাট্টিখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। 

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রাজু ও হাসান জানান, ভাট্টিখানা এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। তখন পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার দেয়াল ধসে রাস্তার ওপর পড়ে। এতে ওই দেয়ালের নিচে চাপা পড়েন রাসেল। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তারা আরও জানান, গেন্ডারিয়া এলাকায় থাকতেন রাসেল। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তারা। 

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত রাসেল গ্যান্ডারিয়া এলাকায় থাকত। মিটফোর্ড হাসপাতাল এলাকায় ওষুধের দোকানে কাজ করতেন। তবে তার বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। ঘটনাটি গেন্ডারিয়া থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত