Ajker Patrika

নারায়ণগঞ্জে কারাগার থেকে জামিনে বেরিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে কারাগার থেকে জামিনে বেরিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর পরকীয়া প্রেম রয়েছে এমন সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার মুকুন্দি এলাকার এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী নারীর নাম জাহানারা বেগম (৪৫)। তিনি একই এলাকার মৃত ওসমান মিয়ার মেয়ে। আটক স্বামীর নাম হক সাব (৫৩)। তিনি ডাকাতি মামলায় আট বছর ধরে কারাবন্দী ছিলেন। তাঁদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিবারের মাধ্যমে জানতে পেরেছি একটি ডাকাতি মামলায় হক সাব আট বছর কারাগারে ছিলেন। সম্প্রতি জামিন নিয়ে এলাকায় ফিরলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন। এ নিয়ে সংসারে অশান্তি তৈরি হয়।’

এসআই রফিকুল আরও বলেন, ‘গতকার শনিবার রাত ২টার দিকে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হক সাব ঘরে থাকা কাঁচি দিয়ে জাহানারাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর অবস্থায় ছেলেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে হক সাবকে আটক করে।’

ডাকাতি মামলায় কারাগারে থাকার বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ‘আমরা স্থানীয় ও আশপাশের লোকজনের মাধ্যমে শুনেছি, তিনি আট বছর কারাগারে ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি জানা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় থানায় আটক আছে নিহতের স্বামী। নিহতের ভাই আব্দুস সালাম বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত