Ajker Patrika

১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুন ২০২৪, ২২: ০২
Thumbnail image

চট্টগ্রামের ইসলামিয়া কলেজের ১৪৮ শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নিখিল কুমার বিশ্বাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৪৮ জন শিক্ষার্থীর সবাই ফরম পূরণের টাকা জমা দিয়েছিল। তবে তাদের অতিরিক্ত কিছু টাকা দেওয়া বাকি ছিল। পরবর্তীকালে ওই টাকা পরিশোধ করে শিক্ষার্থীরা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বোর্ডের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ রক্ষা না করায় তাদের ফরম ফিলাপ হয়নি। শিক্ষার্থীরা বোর্ডে যোগাযোগ করেও সুযোগ না পেলে রিট করা হয়। 

তিনি বলেন, আগামী রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। তাই তাদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষার প্রবেশপত্র সরবরাহ করতে বলেছেন আদালত। এরই মধ্যে আদালতের আদেশ ফ্যাক্স, ই–মেইল করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। 

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট রুল ও আদেশ দিয়েছেন। যাতে তারা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত