নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক তপন কুমার মণ্ডল (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
গত শনিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন।
তিনি বলেন, হাসপাতালের আইসিইউতে রাত পৌনে ৯টার দিকে তপন কুমার মণ্ডল মারা যান। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। তিনি আইসিইউতে ছিলেন।
নিহত চিকিৎসকের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে। বাবার নাম গৌড় দাস মণ্ডল। ওই চিকিৎসক গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর স্ত্রী ডা. শর্মিষ্ঠা ঘোষাল রাজধানীর বঙ্গবাজার সরকারি কর্মচারী হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট। এক মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে থাকেন। গোপালগঞ্জ থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকায় আসছিলেন তপন কুমার। পথে দুর্ঘটনার শিকার হন।
এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে কর্মরত ছিলেন। পরে গোপালগঞ্জ সহকারী অধ্যাপক পদে যোগ দেন।
গোপালগঞ্জ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বলেন, কাশিয়ানী গেরাখোলা এলাকায় ওই চিকিৎসকের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক তপন কুমার মণ্ডল (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
গত শনিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন।
তিনি বলেন, হাসপাতালের আইসিইউতে রাত পৌনে ৯টার দিকে তপন কুমার মণ্ডল মারা যান। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। তিনি আইসিইউতে ছিলেন।
নিহত চিকিৎসকের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে। বাবার নাম গৌড় দাস মণ্ডল। ওই চিকিৎসক গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর স্ত্রী ডা. শর্মিষ্ঠা ঘোষাল রাজধানীর বঙ্গবাজার সরকারি কর্মচারী হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট। এক মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে থাকেন। গোপালগঞ্জ থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকায় আসছিলেন তপন কুমার। পথে দুর্ঘটনার শিকার হন।
এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে কর্মরত ছিলেন। পরে গোপালগঞ্জ সহকারী অধ্যাপক পদে যোগ দেন।
গোপালগঞ্জ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বলেন, কাশিয়ানী গেরাখোলা এলাকায় ওই চিকিৎসকের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
১০ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৩৪ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
৩৯ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে