নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ আরও ১৩১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৫৮ জনকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র বলেছে, সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় গতকাল আরও ১৪টি মামলা হয়েছে। এ নিয়ে রাজধানীতেই মামলা হলো ২৪৩টি। এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২ হাজার ৮২২ জনকে।
ঢাকার সিএমএম আদালত সূত্রে জানা যায়, ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা ১২০ জনকে গতকাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাঁদের অনেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। তাঁদের মধ্যে ১০৫ জনকে কারাগারে পাঠানো হয়। বাকি ১৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এর মধ্যে বনানীতে সেতু ভবনে নাশকতার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।
রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর পাঁচজন হলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।
এ ছাড়া ধানমন্ডি থানায় করা নাশকতার এক মামলায় তিনজনের, উত্তরা পূর্ব থানায় একজনের তিন দিন, উত্তরা পশ্চিম থানায় একজনের তিন দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় একজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ২১ জুলাই ১১৯ জনকে, ২২ জুলাই ৩৫৫ জনকে, ২৩ জুলাই ৪৬৭, ২৪ জুলাই ৪২৩, ২৫ জুলাই ২৩৪, ২৬ জুলাই ২৮৪, ২৭ জুলাই ১৭২ ও ২৮ জুলাই ১৩১ জনকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৫১
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা মামলায় গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে রংপুরে ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ময়মনসিংহ ও সাতক্ষীরায় গতকাল ২৯ জনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত। তাঁদের মধ্যে ১৭ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ আরও ১৩১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৫৮ জনকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র বলেছে, সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় গতকাল আরও ১৪টি মামলা হয়েছে। এ নিয়ে রাজধানীতেই মামলা হলো ২৪৩টি। এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২ হাজার ৮২২ জনকে।
ঢাকার সিএমএম আদালত সূত্রে জানা যায়, ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা ১২০ জনকে গতকাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাঁদের অনেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। তাঁদের মধ্যে ১০৫ জনকে কারাগারে পাঠানো হয়। বাকি ১৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এর মধ্যে বনানীতে সেতু ভবনে নাশকতার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।
রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর পাঁচজন হলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।
এ ছাড়া ধানমন্ডি থানায় করা নাশকতার এক মামলায় তিনজনের, উত্তরা পূর্ব থানায় একজনের তিন দিন, উত্তরা পশ্চিম থানায় একজনের তিন দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় একজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ২১ জুলাই ১১৯ জনকে, ২২ জুলাই ৩৫৫ জনকে, ২৩ জুলাই ৪৬৭, ২৪ জুলাই ৪২৩, ২৫ জুলাই ২৩৪, ২৬ জুলাই ২৮৪, ২৭ জুলাই ১৭২ ও ২৮ জুলাই ১৩১ জনকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৫১
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা মামলায় গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে রংপুরে ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ময়মনসিংহ ও সাতক্ষীরায় গতকাল ২৯ জনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত। তাঁদের মধ্যে ১৭ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাত দফা দাবিতে বিক্ষোভরত জুলাই আন্দোলনে আহতরা সরকারের আশ্বাসে হাসপাতালে ফিরে গেছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে যান।
৩৬ মিনিট আগেসনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার পুরোদস্তুর আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। হল প্রশাসন এবং বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটের মোট ৭৪টি মণ্ডপে এবার পূজা পালন হচ্ছে...
৩৯ মিনিট আগেপ্রায় ১৯ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করেছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার ভোর পৌনে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান...
২ ঘণ্টা আগেঘন কুয়াশায় রোববার মধ্য রাতের পর থেকে আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটের ফেরি সার্ভিস। কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এ রুটের ছোট-বড় ১৪টি ফেরি উভয় ঘাটের পন্টুনে অবস্থান করছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকে পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ নানা ধরনের যানবাহন...
২ ঘণ্টা আগে