Ajker Patrika

ঘিওরে রাস্তা নির্মাণ নিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৪: ২৯
ঘিওরে রাস্তা নির্মাণ নিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রামের ২০০ মিটার একটি রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এলাকাবাসীর সঙ্গে সম্মিলিত বৈঠকে উপজেলা পরিষদের পক্ষ এলাকাবাসীর চলাচলের রাস্তাটি নির্মাণের কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলা প্রশাসনের হলরুমে এই সমস্যার সমাধান করা হয়। ঈদের আগে এই সমঝোতা স্থাপনে গ্রামবাসীর মাঝে খুশি বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। 

স্থানীয়রা বলছেন, উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামের ২০০ মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণ করা নিয়ে এলাকাবাসী দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এই গ্রামের মধ্যপাড়ায় ৪০টি পরিবারের মানুষের যাতায়াতের কোনো রাস্তা ছিল না। এমনকি ঈদগাহ মাঠে ও কবরস্থানে মরদেহ নিয়ে যেতে হতো অন্যের বাড়ির ওপর দিয়ে কিংবা বেশ কিছু এলাকা ঘুরে। দীর্ঘদিন ধরে তাদের এই ভোগান্তি ছিল নিত্যসঙ্গী। এই ভোগান্তি লাঘবে এলাকাবাসী রাস্তা নির্মাণের কাজ হাতে নেয়। এ সময় গ্রামের অপর একটি পক্ষ বাধা সৃষ্টি করে এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়। এতে দিনে দিনে উত্তেজনা বাড়তে থাকে। গ্রামবাসীর পারস্পরিক সম্পর্কের অবনতি ছাড়াও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়। অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলল। ভেদাভেদ ভুলে সৃষ্টি হলো সম্প্রতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান বলেন, ‘হিজুলিয়া গ্রামের জামে মসজিদ, ঈদগাহ ও কবরস্থানে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুটি পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে আসন্ন ঈদে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে আজ উভয় পক্ষকে ডেকে সুষ্ঠু ও সুন্দর সমাধান করে দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তাটি নির্মাণের কাজ শুরু হবে। গ্রামবাসীর মাঝে এখন সম্প্রীতির বন্ধন ও আনন্দ বিরাজ করছে।’

বড়টিয়া ইউপির ২ নম্বর সদস্য রমজান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘হিজুলিয়া মধ্যপাড়া গ্রামের কবরস্থান ও ঈদগাহ মাঠে যাতায়াতে রাস্তা তৈরি করা নিয়ে এলাকাবাসীর দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রামের একটি পক্ষ প্রশাসনের কাছে অভিযোগ করে এই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে। এরপর এলাকায় উত্তেজনা বিরাজ করে। অনেক চেষ্টার পরও তা মিটছিল না। অবশেষে ইউএনও মহোদয় এই সমঝোতা করে দেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এই সম্প্রীতি বৈঠকে উপস্থিত ছিলে ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান, ঘিওর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুসা, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম উজ্জ্বল দরজি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বড়টিয়া ইউপির ২ নম্বর সদস্য রমজান আলীসহ এলাকার মুরুব্বিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত