Ajker Patrika

কিশোরগঞ্জে করোনায় একদিনে শনাক্ত ১০৯, মৃত্যু ১

প্রতিনিধি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে করোনায় একদিনে শনাক্ত ১০৯, মৃত্যু ১

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে একজন মৃত্যু বরণ করেছেন।  

জেলার একমাত্র করোনা ডেডিকেটেড সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বুধবার রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।  

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদরে ৬৫, হোসেনপুরে পাঁচজন, করিমগঞ্জে একজন, পাকুন্দিয়ায় চারজন, কুলিয়ারচরে একজন, ভৈরবে ৩২, নিকলীতে দুজন, বাজিতপুরে পাঁচজন, ইটনায় একজন ও অষ্টগ্রামে দুজন রয়েছেন। 

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৮৩ জন। যাদের মধ্যে ছয়জন আইসিইউতে রয়েছেন।  

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৩ হাজার ২৩৫ জন। 

জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ৩ হাজার ২৩৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯৯১, হোসেনপুরে ২৫৬, করিমগঞ্জে ৪৫, তাড়াইলে ৫০, পাকুন্দিয়ায় ২৭০, কটিয়াদীতে ৫৪২, কুলিয়ারচরে ৬৭, ভৈরবে ৬৮৯, নিকলীতে ৫৭, বাজিতপুরে ১৫০, ইটনায় ৩২, মিঠামইনে ৩০ ও অষ্টগ্রাম উপজেলায় ৫৬ জন রয়েছেন। 

জেলায় করোনা আক্রান্ত মোট মৃত্যু ১৮৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৫, হোসেনপুরে আটজন, করিমগঞ্জে নয়জন, তাড়াইলে পাঁচজন, পাকুন্দিয়ায় ১১, কটিয়াদীতে ১৬, কুলিয়ারচরে সাতজন, ভৈরবে ৩৯, নিকলীতে সাতজন, বাজিতপুরে ১৬, ইটনায় ও মিঠামইন উপজেলায় একজন করে রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।  

এ সময় পর্যন্ত জেলায় মোট শনাক্ত ১০ হাজার ৭৭৮ জন, সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৫৮ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত