গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ীতে বদ্ধঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আজ শনিবার কোনাবাড়ীর বাইমাইল এলাকা থেকে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে কলহের কারণে দু-এক দিন আগে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূর নাম মৌ আক্তার বৃষ্টি (২৩)। তিনি সিরাজগঞ্জ জেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। স্বামীর নাম সোহাগ হোসেন (২৫)। তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল মধ্যপাড়া কাদের মার্কেট এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বৃষ্টি সিরাজগঞ্জ সরকারি কলেজে দ্বিতীয় বর্ষ সম্মান শ্রেণিতে পড়াশোনা করছিলেন, আর স্বামী সোহাগ হোসেন কোনাবাড়ী এলাকায় ব্র্যাক এনজিওতে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বাড়ির মালিকের ছেলে রাসেল জানান, শনিবার সকাল থেকে তাঁদের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মেঝেতে গৃহবধূর লাশ এবং ঘরের ফ্যানের সঙ্গে স্বামী সোহাগের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
রিয়াজ উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে প্রথমে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়, পরে স্বামী নিজেই আত্মহত্যা করেন। মরদেহ দেখে মনে হয়, ঘটনাটি এক দিন আগে ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের কোনাবাড়ীতে বদ্ধঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আজ শনিবার কোনাবাড়ীর বাইমাইল এলাকা থেকে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে কলহের কারণে দু-এক দিন আগে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূর নাম মৌ আক্তার বৃষ্টি (২৩)। তিনি সিরাজগঞ্জ জেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। স্বামীর নাম সোহাগ হোসেন (২৫)। তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল মধ্যপাড়া কাদের মার্কেট এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বৃষ্টি সিরাজগঞ্জ সরকারি কলেজে দ্বিতীয় বর্ষ সম্মান শ্রেণিতে পড়াশোনা করছিলেন, আর স্বামী সোহাগ হোসেন কোনাবাড়ী এলাকায় ব্র্যাক এনজিওতে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বাড়ির মালিকের ছেলে রাসেল জানান, শনিবার সকাল থেকে তাঁদের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মেঝেতে গৃহবধূর লাশ এবং ঘরের ফ্যানের সঙ্গে স্বামী সোহাগের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
রিয়াজ উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে প্রথমে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়, পরে স্বামী নিজেই আত্মহত্যা করেন। মরদেহ দেখে মনে হয়, ঘটনাটি এক দিন আগে ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৫ মিনিট আগে