Ajker Patrika

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার প্রতিবাদে ৫০ বিশিষ্টজনের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার প্রতিবাদে ৫০ বিশিষ্টজনের বিবৃতি

মুক্তিযোদ্ধা বীর বিক্রম শহীদ বদিউল আলমের পৈতৃক বাড়ি ‘বদি ভিলায়’ হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৫০ বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মণিপুরিপাড়ার ৫৭ নম্বর বাড়িটিতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। তাঁরা লাঠিসোঁটা দিয়ে বাড়ির গেটে ক্রমাগত আঘাত করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির চারটি ফ্লোরে বসবাসরত পরিবারগুলো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

৫০ বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পাশের একটি প্লটে নিয়মবহির্ভূতভাবে এবং বদি ভিলার নিরাপত্তা ঝুঁকিতে ফেলে বহুতল ভবন নির্মাণকাজ চালানোর বিষয়ে রাজউক ও আদালতে অভিযোগ করার ক্ষিপ্ত হয়ে ওই হামলা চালানো হয়। হামলার সময় বদির পরিবারের সদস্যরা তেজগাঁও থানায় পরপর তিনবার এবং ৯৯৯-এ ফোন করেন। কিন্তু পুলিশ কোনো সাড়া দেয়নি। একপর্যায়ে বাড়ির ছাদ থেকে ভিডিও করার বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা হুমকি দিতে দিতে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই হামলার সমালোচনা হওয়ায় এখন ভিন্ন কৌশলে হেনস্তা করার অপতৎপরতা শুরু করেছে প্রভাবশালী একটি মহল। এই অপতৎপরতার অংশ হিসেবে এরই মধ্যে বদি ভিলার ঠিকানা এবং শহীদ বদিউল আলম স্মৃতি সংঘের নাম ব্যবহার করে একটি ব্যানার টানানো হয়েছে নির্মাণাধীন বাড়ির ডেভেলপার প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ওপরে। বিবৃতিতে এই অপতৎপরতা ও পুলিশি নিষ্ক্রিয়তার নিন্দা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে। 

বিবৃতিতে স্বাক্ষর করেছেন—সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম ইদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, মাহমুদ সেলিম, কাওসার চৌধুরী, ঝুনা চৌধুরী, কামাল পাশা চৌধুরী, রতন সিদ্দিকী, আহকামউল্লাহ আমল, সঙ্গীতা ইমাম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেইন, সাংবাদিক জাহীদ রেজা নূর, আজাদুর রহমান চন্দন, সাংবাদিক প্রবীর সিকদার, আজিজুল পারভেজ, সাবেক ছাত্রনেতা খান আসাদুজ্জামান মাসুমসহ বিশিষ্টজনেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত