Ajker Patrika

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর বিপুল সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের জমি ও ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ সাবেক এই মন্ত্রীর স্ত্রীর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

দুদকের আবেদন থেকে জানা যায়, ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট ও বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন মৌজায় ২২ হাজার ৫৮৪ শতাংশ জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। গুলশানের ফ্ল্যাট এর মূল্য ৫২ লাখ টাকা ও বান্দরবানের লামার জমির মূল্য ৬৯ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়া ১৯টি ব্যাংক হিসাবে ও সঞ্চয়পত্র হিসাবে এবং ১৪টি কোম্পানির শেয়ারের মূল্য ৩ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৭৪২ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, তাজুল ইসলাম মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে। ইতিমধ্যে গত ২২ জানুয়ারি তাজুল ইসলাম এবং তাঁর স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬৬ কোটি টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগে দুদক মামলা দায়ের করেছে। দুদক আইন ও মানি লন্ডারিং আইনে এই মামলা দায়ের হয়।

আবেদনে আরও বলা হয়েছে, তাজুল ইসলাম ও স্ত্রীর বিরুদ্ধে মামলা তদন্ত করাকালীন জানা গেছে, বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ তাঁরা অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। ভবিষ্যতে মামলা প্রমাণ হলে এই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। তাই সম্পদ বিক্রি, হস্তান্তর ও স্থানান্তর যাতে করতে না পারেন সে জন্য আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন।

উল্লেখ্য, ১৩ এপ্রিল তাজুল ইসলামের বিপুল পরিমাণ সম্পদ জব্দ ও বিভিন্ন ব্যাংক হিসাব এবং কোম্পানিতে রক্ষিত অর্থ অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত