Ajker Patrika

গ্যাসের বিল তুলতে গিয়ে পুড়ে মরলেন আসিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৫: ১২
গ্যাসের বিল তুলতে গিয়ে পুড়ে মরলেন আসিফ

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের একজন আসিফ। তিনি রাজধানীর একটি গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনার একটু আগে ওই ভবনে গ্যাস সিলিন্ডারের বকেয়া বিল তুলতে গিয়ে আটকে যান আসিফ। পরে আর বের হতে পারেননি। 

আজ শুক্রবার সকালে আসিফের মরদেহ শনাক্ত করেন তাঁর বড় ভাই সাহাব উদ্দিন। তাঁরা দুজনে একই গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করতেন। নিহত আসিফের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম। 
 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আসিফের লাশ শনাক্ত করার পর সাংবাদিকদের আসিফের বড় ভাই সাহাব উদ্দিন বলেন, ‘আমার ভাই আসিফ আর আমি ঢাকায় একসঙ্গেই থাকতাম। দুজনেই একটা গ্যাসের দোকানে চাকরি করতাম।’ 

সাহাব উদ্দিন আরও বলেন, ‘গতকাল আসিফ ওই ভবনে গ্যাসের বিল তুলতে যায়। সে সময়ই ভবনে আগুন লাগে। ভবনের ভেতরে সে আটকে যায়। পরে আর বের হতে পারেনি।’ তিনি বলেন, আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে আসিফ সবার ছোট। আসিফের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। 

এদিকে, সরকারি ঘোষণার অংশ হিসেবে আসিফের বড় ভাইয়ের হাতে আর্থিক সহায়তার ২৫ হাজার টাকা তুলে দেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত