অনলাইন ডেস্ক
জনস্বাস্থ্যের জন্য অনিরাপদ ও অস্বাস্থ্যকর খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের পদত্যাগ দাবি করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক মানববন্ধনে পদত্যাগ দাবি করা হয়।
ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, ‘বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা ড্রামে তেল বিক্রি বন্ধে সরকার ২০১৩ সালে আইন করেছে। এরপর এই আইনের বিধিমালা তৈরি হয়েছে। কিন্তু আইন এখনো বাস্তবায়ন হয়নি। উল্টো উপদেষ্টা আইনকে অগ্রাহ্য করে বক্তব্য দিয়েছেন। এ জন্য তাঁর পদত্যাগ দাবি করছি।’
বক্তারা বলেন, ২০১৩ সালের আইন অনুযায়ী ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ছাড়া ভোজ্যতেল বাজারজাতকরণ দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশে ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ এবং ২০১৫ সালে ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বিধিমালা অনুযায়ী সব ভোজ্যতেলে নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক। খোলা ড্রামের অনিরাপদ ভোজ্যতেল ব্যবহারের কারণে মানুষের মধ্যে নানাবিধ রোগব্যাধি বিশেষত অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে।
বক্তারা আরও বলেন, ‘সম্প্রতি বাণিজ্য উপদেষ্টা বলেছেন, তিনি মাসখানেক হলো বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছেন এবং খোলা ও বোতলজাত সয়াবিনের মান একই। শুধু দামেই তফাত। বাণিজ্য উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’
বক্তারা এক গবেষণার তথ্য উল্লেখ করে বলেন, দেশের বাজারে ড্রামে বাজারজাতকৃত ৫৯ শতাংশ ভোজ্যতেলই ভিটামিন ‘এ’ সমৃদ্ধ নয় এবং বাকি ৩৪ শতাংশ ভোজ্যতেলে সঠিক মাত্রায় ভিটামিন ‘এ’ নেই।
দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বাণিজ্য উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে না পারলে দস্তখত দিয়ে নিজ প্রতিষ্ঠানে চলে যাবেন। আপনাকে আমরা মন্ত্রণালয়ে দেখতে চাই না। এক সপ্তাহের মধ্যে বাজারে বিশৃঙ্খলা দূর করবেন। রমজানে বাজারে কোনো রকম বিশৃঙ্খলা দেখতে চাই না।’
মানববন্ধনে ক্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত আলী খান, সদস্য আবুল কালাম, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
জনস্বাস্থ্যের জন্য অনিরাপদ ও অস্বাস্থ্যকর খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের পদত্যাগ দাবি করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক মানববন্ধনে পদত্যাগ দাবি করা হয়।
ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, ‘বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা ড্রামে তেল বিক্রি বন্ধে সরকার ২০১৩ সালে আইন করেছে। এরপর এই আইনের বিধিমালা তৈরি হয়েছে। কিন্তু আইন এখনো বাস্তবায়ন হয়নি। উল্টো উপদেষ্টা আইনকে অগ্রাহ্য করে বক্তব্য দিয়েছেন। এ জন্য তাঁর পদত্যাগ দাবি করছি।’
বক্তারা বলেন, ২০১৩ সালের আইন অনুযায়ী ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ছাড়া ভোজ্যতেল বাজারজাতকরণ দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশে ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ এবং ২০১৫ সালে ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বিধিমালা অনুযায়ী সব ভোজ্যতেলে নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক। খোলা ড্রামের অনিরাপদ ভোজ্যতেল ব্যবহারের কারণে মানুষের মধ্যে নানাবিধ রোগব্যাধি বিশেষত অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে।
বক্তারা আরও বলেন, ‘সম্প্রতি বাণিজ্য উপদেষ্টা বলেছেন, তিনি মাসখানেক হলো বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছেন এবং খোলা ও বোতলজাত সয়াবিনের মান একই। শুধু দামেই তফাত। বাণিজ্য উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’
বক্তারা এক গবেষণার তথ্য উল্লেখ করে বলেন, দেশের বাজারে ড্রামে বাজারজাতকৃত ৫৯ শতাংশ ভোজ্যতেলই ভিটামিন ‘এ’ সমৃদ্ধ নয় এবং বাকি ৩৪ শতাংশ ভোজ্যতেলে সঠিক মাত্রায় ভিটামিন ‘এ’ নেই।
দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বাণিজ্য উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে না পারলে দস্তখত দিয়ে নিজ প্রতিষ্ঠানে চলে যাবেন। আপনাকে আমরা মন্ত্রণালয়ে দেখতে চাই না। এক সপ্তাহের মধ্যে বাজারে বিশৃঙ্খলা দূর করবেন। রমজানে বাজারে কোনো রকম বিশৃঙ্খলা দেখতে চাই না।’
মানববন্ধনে ক্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত আলী খান, সদস্য আবুল কালাম, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে