গাজীপুরের শ্রীপুরে পারুলী নদীর তীরের মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এসব মাটি ভেকু দিয়ে কেটে ডাম্প ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। রাতদিন এসব মাটি কেটে বিক্রি করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন এমন অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, মাটিবাহী এসব ডাম্প ট্রাক চলাচলের কারণে আশপাশের এলাকার বেশ কয়েকটি সড়ক ভেঙে খানাখন্দে সৃষ্টি হয়েছে।
এদিকে অভিযোগের বিষয় অস্বীকার করেছেন আওয়ামী লীগের এই নেতা আক্তারুজ্জামান পলান। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
স্থানীয়রা জানান, ২০২১-২২ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের বুকচির এলাকার পারুলী নদী খননের উদ্যোগ নেয়। নদী খননের মাটি তীরেই স্তূপ করে রাখা হয়। গত কয়েক দিন ধরে আক্তারুজ্জামান পলান তাঁর লোকজন দিয়ে ভেকুর (এক্সকাভেটর) সাহায্যে ওই মাটি ডাম্প ট্রাকে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার। কমপক্ষে ১০ টির মতো ডাম্প ট্রাকে মাটি কেটে নিয়ে বিক্রি করেছেন।
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, ২৪ ঘণ্টায় চলাচল করছে অধিক ওজনের ডাম্প ট্রাক। মাটিবাহী গাড়ি চলাচলে আশপাশের সড়ক ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আগামী বর্ষায় এই অঞ্চলের মানুষের চলাচল খুবই ভোগান্তি হবে। তা ছাড়া ধুলোবালিতে অতিষ্ঠ গ্রামবাসী।
লোকমান হোসেন আরও বলেন, ‘সরকারি নদীর মাটি এভাবে কেটে বিক্রি করলেও প্রশাসনের নজরদারি দেখি না।’
পারুলী নদীর তীরে বসে মাটির গাড়ি হিসাব করছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী খান। এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। মেহেদী খান বলেন, ‘আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান পলান এই মাটি নিচ্ছেন। আমি হিসাব-নিকাশ করি। তবে তিনি মাটি বিক্রি করছেন না, তাঁর নিজস্ব জমি ভরাট করছেন।’
এত মাটি দিয়ে তিনি তাঁর জমি ভরাট করছেন—এমন প্রশ্নের জবাবে মেহেদী খান উত্তর দিতে রাজি হননি। তিনি বলেন, ‘আপনি নেতার সঙ্গে এ বিষয়ে কথা বলেন।’
আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান পলানের সঙ্গে মুঠোফোনে নদীর মাটি কেটে বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি মাটি বিক্রি করছি না। নদী খননের সময় যে মাটি পাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে সেগুলো নিয়ে জমি চাষের উপযোগী করে দিচ্ছি। আমি মাটি কেটে বিক্রি করছি না।’
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত সময়ের মধ্যে লোকজন পাঠিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে পারুলী নদীর তীরের মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এসব মাটি ভেকু দিয়ে কেটে ডাম্প ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। রাতদিন এসব মাটি কেটে বিক্রি করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন এমন অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, মাটিবাহী এসব ডাম্প ট্রাক চলাচলের কারণে আশপাশের এলাকার বেশ কয়েকটি সড়ক ভেঙে খানাখন্দে সৃষ্টি হয়েছে।
এদিকে অভিযোগের বিষয় অস্বীকার করেছেন আওয়ামী লীগের এই নেতা আক্তারুজ্জামান পলান। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
স্থানীয়রা জানান, ২০২১-২২ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের বুকচির এলাকার পারুলী নদী খননের উদ্যোগ নেয়। নদী খননের মাটি তীরেই স্তূপ করে রাখা হয়। গত কয়েক দিন ধরে আক্তারুজ্জামান পলান তাঁর লোকজন দিয়ে ভেকুর (এক্সকাভেটর) সাহায্যে ওই মাটি ডাম্প ট্রাকে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার। কমপক্ষে ১০ টির মতো ডাম্প ট্রাকে মাটি কেটে নিয়ে বিক্রি করেছেন।
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, ২৪ ঘণ্টায় চলাচল করছে অধিক ওজনের ডাম্প ট্রাক। মাটিবাহী গাড়ি চলাচলে আশপাশের সড়ক ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আগামী বর্ষায় এই অঞ্চলের মানুষের চলাচল খুবই ভোগান্তি হবে। তা ছাড়া ধুলোবালিতে অতিষ্ঠ গ্রামবাসী।
লোকমান হোসেন আরও বলেন, ‘সরকারি নদীর মাটি এভাবে কেটে বিক্রি করলেও প্রশাসনের নজরদারি দেখি না।’
পারুলী নদীর তীরে বসে মাটির গাড়ি হিসাব করছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী খান। এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। মেহেদী খান বলেন, ‘আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান পলান এই মাটি নিচ্ছেন। আমি হিসাব-নিকাশ করি। তবে তিনি মাটি বিক্রি করছেন না, তাঁর নিজস্ব জমি ভরাট করছেন।’
এত মাটি দিয়ে তিনি তাঁর জমি ভরাট করছেন—এমন প্রশ্নের জবাবে মেহেদী খান উত্তর দিতে রাজি হননি। তিনি বলেন, ‘আপনি নেতার সঙ্গে এ বিষয়ে কথা বলেন।’
আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান পলানের সঙ্গে মুঠোফোনে নদীর মাটি কেটে বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি মাটি বিক্রি করছি না। নদী খননের সময় যে মাটি পাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে সেগুলো নিয়ে জমি চাষের উপযোগী করে দিচ্ছি। আমি মাটি কেটে বিক্রি করছি না।’
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত সময়ের মধ্যে লোকজন পাঠিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের টানা ৫৭ ঘণ্টার অনশনের পর এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দিবাগত রাত রাত ১টার (বৃহস্পতিবার) পর তারা অনশন ভাঙেন।
১৬ মিনিট আগেঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
৫ ঘণ্টা আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
৬ ঘণ্টা আগে