Ajker Patrika

আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: সালমান এফ রহমান

নবাবগঞ্জ ও দোহার প্রতিনিধি
Thumbnail image

আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাই ভেদাভেদ ভুলে বিশ্বে সব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

আজ শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে আল ইত্তেহাদ ফাউন্ডেশন আয়োজিত সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের নবাবগঞ্জ শাখার সভাপতি মুফতি সালাহ উদ্দীন। 

ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘জঙ্গি হামলায় দেখা যায় মুসলমানরাই বেশি মারা যায়। ইসলাম শান্তির ধর্ম। আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শান্তিতে থাকতে হলে ইসলাম ধর্মের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে চলতে হবে। দেখা যায় নিজেদের মধ্যে অনেক ভেদাভেদ রয়েছে। তা ভুলে গিয়ে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সকল মুসলমানকে একত্রিত হয়ে থাকতে হবে।’ 

আওয়ামী লীগের সরকারের অধীনে দেশের উন্নয়ন প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আলাদা হয়ে গেল, তখন পাকিস্তানের নেতৃবৃন্দ বলেছিল, বাংলাদেশ আলাদা হলো ঠিকই, কিন্তু তারা বেশি দিন টিকতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ কোথায় চলে গেছে! এখন পাকিস্তান উল্টো বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে। বুঝতে হবে বাংলাদেশে কতটা উন্নত হয়েছে।’ 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, সেই সঙ্গে জিনিসপত্রের দাম বেড়ে গেছে উল্লেখ করে এ সমস্যা বেশি দিন থাকবে না বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 

সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচনে আমি দোহার ও নবাবগঞ্জে উন্নয়ন বিষয়ে যেসব ওয়াদা করে ছিলাম তা সবকিছুই বাস্তবায়ন করা হয়েছে। আশা করি, মেগা প্রকল্পগুলো খুব তাড়াতাড়ি দৃশ্যমান হবে, ইনশাল্লাহ।’ 

এর আগে সকালে ঢাকার দোহারে সালমান এফ রহমান মুকসুদপুর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম উদ্বোধন করেন। পরে দোহার উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উদ্বোধন ও প্রধান অতিথি হয়ে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের অনুদানের চেক, অর্থ, কৃষিপণ্য, কম্পিউটার, ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। 

দুপুর আড়াইটায় সালমান এফ রহমান নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আব্দুল ওয়াছেক মিলনায়তনে বিভিন্ন ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত