Ajker Patrika

পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি: দৃষ্টিপ্রতিবন্ধী নবীরুন্নেসা 

আমানুর রহমান রনি, ফরিদপুর থেকে
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২: ১৩
পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি: দৃষ্টিপ্রতিবন্ধী নবীরুন্নেসা 

দৃষ্টিপ্রতিবন্ধী নবীরুন্নেসা। ভোট দিয়েছেন ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজ কেন্দ্রে। ভোট দিয়ে জানালেন, তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টায় তিনি সরকারি ইয়াছিন কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন। তার বাড়ি ফরিদপুরের হাবিলি গোপালপুরে। 

নবীরুন্নেসা নিজে দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁর এক বোনও পক্ষাঘাতে শয্যাশায়ী। বাবা শেখ করিম অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীতে তাঁদের আর কেউ নেই। প্রতিবন্ধী ভাতা এবং মানুষের সাহায্য-সহযোগিতায় চলে তাঁর সংসার। প্রতিবেশী রানী আক্তার নামে এক গৃহবধূর সহযোগিতায় তিনি কেন্দ্রে আসেন। 

নবীরুন্নেসা ইয়াসিন সরকারি কলেজের দ্বিতীয় তলায় নারী বুথেও যান রানী আক্তারের সহযোগিতায়। দৃষ্টিপ্রতিবন্ধী এই নারী বুথে প্রবেশের পর পোলিং এজেন্টেরা তাঁকে সহযোগিতা করেন। তবে গোপন কক্ষে তার ভোটটি কে দিয়ে দেবেন তা নিয়ে সমস্যায় পড়েন ভোট গ্রহণকারী কর্মকর্তারা। পরে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্টদের আলোচনা ও প্রিসাইডিং কর্মকর্তার মধ্যস্থতায় এই নারীর সঙ্গে গোপন কক্ষে একজন কর্মকর্তা প্রবেশ করেন। নারীর ইচ্ছা অনুসারে তিনি ব্যালটে সিল দিয়ে দেন। 

ভোট শেষে গোপন কক্ষ থেকে বের হয়ে নবীরুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, ‘পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’ 

উল্লেখ্য, আজ রোববার সারা দেশের মতো ফরিদপুর-৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়। সকালে উপস্থিতি কম থাকলেও দশটা নাগাদ ভোটার উপস্থিতি ধীরে ধীরে বেড়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুই প্রার্থীই দাবি করেছেন, সুষ্ঠু-অবাধ নির্বাচন হলে তাঁরা বিজয়ী হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত